হরিরামপুর, 1 অক্টোবর : এ যেন সিনেমার শুটিংয়ের দৃশ্য ৷ পঞ্চায়েতের সালিশি সভায় চলল গুলি ৷ হরিরাম থানার বৈরাঠ্য গ্রাম পঞ্চায়েতের রায়নগর এলাকায় ব্যবসা সংক্রান্ত ঝামেলায় গুলিবিদ্ধ হলেন এক ব্যবসায়ী। এলাকার লোকজন গুলিবিদ্ধ কমল রাজবংশীকে রক্তাক্ত অবস্থায় হরিরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান ৷ সেখানে থেকে তাঁকে গঙ্গারামপুর হাসপাতালে পাঠানো হয় ৷ পরে অবস্থার অবনতি হওয়ায় মালদা মেডিক্যাল কলেজে পাঠানো হয় ৷ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার আনিসুর রহমান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
দুই ব্যবসায়ী কমল রাজবংশী ও নুরুল ইসলামের মধ্যে দীর্ঘদিন থেকে ব্যবসা সংক্রান্ত ঝামেলা লেগেই থাকত ৷ যা মহকুমা আদালতে পৌঁছয় ৷ কিন্তু তাতেও কাজ না-হওয়ায় বৃহস্পতিবার রাতে সালিশি সভার ডেকেছিলেন এলাকার মোড়ল ৷ সালিশি সভায় পিস্তল নিয়ে ঢুকেছিল নুরুল ইসলাম বলে অভিযোগ ৷ সালিশি সভা চলাকালীন কমল ও নুরুলের মধ্যে বচসা হয় ৷ তারপরই কমল রাজবংশীকে গুলি করে পালিয়ে যায় নুরুল ইসলাম। ব্যবসায়ী কমল রাজবংশীর বুকে ও পিঠে গুলি লাগে । ঘটনার খবর পেয়ে ছুটে যায় হরিরামপুর থানার পুলিশ ৷ ঘটনাস্থলে পৌঁছন গঙ্গারামপুর মহাকুমার পুলিশ আধিকারিকও । ঘটনার পরেই গা-ঢাকা দেয় নুরুল ৷ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে হরিরামপুর থানার পুলিশ ।