পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Snake Venom Recovery: সীমান্তে 13 কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার বিএসএফের - Snake Venom Recovery

পাচারের আগে 13 কোটি টাকার বিষ উদ্ধার করল 137 নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ জওয়ানরা । দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বিষ ভরতি জারটি উদ্ধার হয় ৷

Snake Venom
সাপের বিষ উদ্ধার

By

Published : May 1, 2023, 4:59 PM IST

Updated : May 1, 2023, 6:03 PM IST

সীমান্তে 13 কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার বিএসএফের

বালুরঘাট(দক্ষিণ দিনাজপুর), 1 মে:ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার জার ভরতি সাপের বিষ ৷ যার আন্তর্জাতিক বাজার মূল্য 13 কোটি টাকা বলে জানা গিয়েছে। রবিবার মধ্যরাতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলির গয়েশপুর বিওপির পাহান পাড়া সীমান্তে উদ্ধার হয় জার ভরতি ওই সাপের বিষ । তবে বিষ উদ্ধার হলেও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালাতে সক্ষম হয়েছে দুই পাচারকারী। জারটি উদ্ধার করেন সীমান্তরক্ষী বাহিনীর 137 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে নিজস্ব গোয়েন্দা বিভাগের থেকে এ বিষয়ে খবর পায় সীমান্তরক্ষী বাহিনী। সেই অনুযায়ী রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ সীমান্তের ভারতীয় গ্রাম পাহানপাড়া এলাকায় গোপনে অপেক্ষা করতে থাকে বিএসএফ জওয়ানদের দল। পরবর্তীতে গোয়েন্দা শাখার খবরকে মান্যতা দিয়ে বাংলাদেশ থেকে দুই চোরাকারবারি সীমান্তের দিকে এগিয়ে আসতে থাকে । তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতেই বিএসএফ পথ আটকায়। বাধা পেয়ে বাংলাদেশের দিকে ছুটতে শুরু করে পাচারকারীরা। তাদের আটকাতে এক রাউন্ড গুলিও ছোড়ে বিএসএফ । তবে ওই দুই পাচারকারীকে পাকড়াও করা সম্ভব হয়নি । তারা বাংলাদেশে ফেরত চলে যায় ৷

এরপরেই পাচারকারীদের ফেলে যাওয়া সামগ্রীর তল্লাশি শুরু করে সীমান্তরক্ষী বাহিনী। উদ্ধার হয় একটি জার । যাতে লেখা মেড ইন ফ্রান্স । সেই জারের মধ্যেই রয়েছে তরল দ্রব্য, উদ্ধার হওয়া সেই তরল দ্রব্যকেই কোবরার বিষ বলে মনে করছে বিএসএফ । 137 ব্যাটেলিয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএসএফের গুলিতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি । উদ্ধার হওয়া সাপের বিষের জার বালুরঘাট রেঞ্জের বনবিভাগের হাতে তুলে দেওয়া হয় সোমবার দুপুরে । উদ্ধার হওয়া জারের তরল দ্রব্য প্রাথমিক তদন্তে বিষ মনে হলেও তা আসলে বিষ কি না, তা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষায় পাঠানো হয়েছে ।

সাপের বিষ উদ্ধার

বালুরঘাট বন বিভাগের রেঞ্জার সুকান্ত ওঝা বলেন, "বিএসএফের 137 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা সীমান্তে একটি জার উদ্ধার করেছে । আমাদের কাছে জমা দিয়েছে ৷ তবে কেউ গ্রেফতার হয়নি । আমরা বিষয়টি তদন্ত করে দেখব । উদ্ধার হওয়া জারের তরল দ্রব্য বিষ কি না, সেটা ফরেনসিক পরীক্ষার জন্য বম্বে পাঠানো হবে ।"

আরও পড়ুন:পুকুর থেকে 2.57 কোটির সোনা উদ্ধার, বড় সাফল্য বিএসএফের

Last Updated : May 1, 2023, 6:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details