বালুরঘাট(দক্ষিণ দিনাজপুর), 1 মে:ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার জার ভরতি সাপের বিষ ৷ যার আন্তর্জাতিক বাজার মূল্য 13 কোটি টাকা বলে জানা গিয়েছে। রবিবার মধ্যরাতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলির গয়েশপুর বিওপির পাহান পাড়া সীমান্তে উদ্ধার হয় জার ভরতি ওই সাপের বিষ । তবে বিষ উদ্ধার হলেও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালাতে সক্ষম হয়েছে দুই পাচারকারী। জারটি উদ্ধার করেন সীমান্তরক্ষী বাহিনীর 137 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ।
বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে নিজস্ব গোয়েন্দা বিভাগের থেকে এ বিষয়ে খবর পায় সীমান্তরক্ষী বাহিনী। সেই অনুযায়ী রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ সীমান্তের ভারতীয় গ্রাম পাহানপাড়া এলাকায় গোপনে অপেক্ষা করতে থাকে বিএসএফ জওয়ানদের দল। পরবর্তীতে গোয়েন্দা শাখার খবরকে মান্যতা দিয়ে বাংলাদেশ থেকে দুই চোরাকারবারি সীমান্তের দিকে এগিয়ে আসতে থাকে । তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতেই বিএসএফ পথ আটকায়। বাধা পেয়ে বাংলাদেশের দিকে ছুটতে শুরু করে পাচারকারীরা। তাদের আটকাতে এক রাউন্ড গুলিও ছোড়ে বিএসএফ । তবে ওই দুই পাচারকারীকে পাকড়াও করা সম্ভব হয়নি । তারা বাংলাদেশে ফেরত চলে যায় ৷