হিলি, ১৭ মার্চ : ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল BSF। গতকাল ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তের হাঁড়িপুকুর এলাকায়। এই ঘটনায় এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম অফুজ্জা বিবি (৩০)। তাঁর বাড়ি হিলির হাঁড়িপুকুর এলাকায়। ট্যাবলেটগুলি NCB-র হাতে তুলে দিয়েছে BSF।
পাচারের আগে উদ্ধার ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট
১৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হল। ট্যাবলেটগুলির বাজার মূল্য ৭৫ হাজার টাকা।
গতকাল বিকেলে BSF-র ১৯৯ ব্যাটেলিয়নের গোয়েন্দারা হিলির হাঁড়িপুকুর এলাকায় অভিযান চালায়। গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়। সন্দেহভাজন এক মহিলাকে আটক করে তল্লাশি করা হয়। ওই মহিলার গোপনাঙ্গ থেকে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। যার বাজারদর ৭৫ লাখ টাকা। এরপরই BSF-র পক্ষ থেকে কলকাতা NCB-র দপ্তরে খবর দেওয়া হয়। আজ বিকেলে কলকাতা থেকে NCB-র আধিকারিকরা হিলিতে পৌঁছায়। তদন্ত শুরু করেছে NCB।
হিলিতে দু'মাসের মধ্যে পরপর দু'বার যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার হল। এর ফলে BSF এবং প্রশাসন চিন্তিত।