পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এক বছরে তিন বার! 15 দিনের মধ্যেই BJP ছেড়ে তৃণমূলে মৌসুমি - Arpita Ghosh

যোগদানের 15 দিনের মাথায় ফের BJP ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রামের পঞ্চায়েত প্রধান । এই নিয়ে এক বছরে তিন বার দলবদল করলেন মৌসুমি রায়।

ফের তৃণমূলে মৌসুমী

By

Published : Jun 13, 2019, 9:59 AM IST

Updated : Jun 13, 2019, 11:25 AM IST

বালুরঘাট, 13 জুন: BJP-তে যোগদানের 15 দিনের মাথায় ফের তৃণমূলে যোগ দিলেন বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েত প্রধান মৌসুমি রায়। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষের হাত থেকে দলীয় পতাকা নিয়ে তিনি ফের তৃণমূলে যোগ দেন। এই নিয়ে তিনি গত এক বছরে তিন বার দল পরিবর্তন করলেন। প্রথমে CPI(M) থেকে তৃণমূল, সেখান থেকে BJP তে এবং এদিন ফের BJP থেকে তৃণমূলে যোগ দেন তিনি।

বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। CPI(M)-র সহযোগিতায় এই অঞ্চলে বোর্ড গঠন করে তৃণমূল। বোর্ড গঠনের ঠিক আগে CPI(M)-র জয়ী প্রার্থী মৌসুমি রায় তৃণমূলে যোগ দেন। এবং তাঁকে প্রধান করা হয়। অভিযোগ, পঞ্চায়েত প্রধান হলেও তাঁর হাতে কোন ক্ষমতা ছিল না। গত 29 মে তৃণমূল ছেড়ে BJP তে যোগ দেন মৌসুমি । BJP তে যোগদানের 2 সপ্তাহের মাথায় ফের তৃণমূলে ফিরলেন তিনি ।

কিছুদিন আগেই BJP-তে যোগ দেন

মৌসুমি রায় বলেন, "BJP জোর করে, ভয় দেখিয়ে দলে যোগ দিতে বাধ্য করেছিল । পরে ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে ফিরে এলাম।"

তৃণমূলে যোগদান মৌসুমি রায়ের

এবিষয়ে জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানালেন যে, মৌসুমী তাঁর ভুল বুঝতে পেরে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তারপরেই মৌসুমীকে দলে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয় । অন্য দিকে BJP-র সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, "এটা পঞ্চায়েত প্রধানের নিজের পরিবারগত সমস্যা। সমস্যা সমাধানে দলের হস্তক্ষেপ চেয়েছিল । BJP সেটা করেনি। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে নানা ভাবে হুমকিও দেওয়া হচ্ছিল। ফলে বাধ্য হয়ে তৃণমূলে যোগ দেন তিনি । "

Last Updated : Jun 13, 2019, 11:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details