বালুরঘাট, 16 মে :রক্তদান জীবন দান। গ্রীষ্মের দাবদাহে বালুরঘাট হাসপাতালের রক্তসংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিটিইউসি (blood donation camp at Balurghat on behalf of INTTUC)। সোমবার বালুরঘাট বাসস্ট্যান্ডের মোটর কালীমন্দিরের সামনে একটি অনুষ্ঠানের মাধ্যমে রক্তদান করেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র কর্মীরা। এদিন দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিটিইউসি কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করে এবং অনুষ্ঠান প্রাঙ্গণে ফিতে কাটার মধ্য দিয়ে রক্তদান শিবির শুরু হয়।
উন্নয়নের 11 বছর উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে সারা রাজ্যব্যাপী চলছে নানা অনুষ্ঠান। আর তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিটিইউসি-র পক্ষ থেকে 111 জন রক্তদাতাদের নিয়ে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিটিইউসির সভাপতি রাকেশ শীল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি উজ্জ্বল বসাক, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নিখিল সিংহ রায়, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে-সহ অন্যান্য বিশিষ্টজনেরা ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।