গঙ্গারামপুর, (দক্ষিণ দিনাজপুর), 4 জুন : একদিকে করোনা সংক্রমণ আর অন্যদিকে টিকাকরণ, দুটিই পাশাপাশি চলছে, সমান গতিতে । এর প্রভাব পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার ব্লাডব্যাঙ্কগুলিতে । রক্ত সংকটে ভুগছে জেলার রক্ত ভাণ্ডার । এই অবস্থায় মুমূর্ষু রোগীদের চিকিৎসা করতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের ।
অবশেষে রোগীদের পাশে দাঁড়াল জেলা পুলিশ প্রশাসন । বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের নির্দেশে ও ট্রাফিক পুলিশের উদ্যোগে গঙ্গারামপুর থানা চত্বরে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় । শিবিরের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার রাহুল দে । 80 জনেরও বেশি রক্তদাতা এদিন রক্ত দান করেন । থানার পুলিশ কর্মীরা ছাড়াও স্বেচ্ছায় সাধারণ মানুষ এখানে রক্তদান করেন । পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ দেনডুপ শেরপা, গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস, ডিএসপি ট্রাফিক গৌরব ঘোষ, মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মণ্ডল, গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুণ্ডু, ট্রাফিক ওসি পার্থ ঝা-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।