বালুরঘাট, 28 এপ্রিল : প্রচেষ্টা প্রকল্পের ফর্ম দেওয়া শুরুর কিছুক্ষণ বাদেই তা বন্ধ করে দেওয়া হল । সামাজিক দূরত্ব বজায় না রেখেই BDO অফিস ও পৌরসভায় ভিড় করেছিলেন বহু মানুষ । এরপরেই বন্ধ করে দেওয়া হয় ফর্ম দেওয়া-নেওয়ার কাজ । নতুন করে প্রশাসনিক নির্দেশিকার পরই এই প্রকল্পের ফর্ম দেওয়া ও নেওয়া চালু হবে বলে বিভিন্ন ব্লক ও পৌরসভাকে নোটিস দেওয়া হয়েছে ।
কোরোনা মোকাবিলায় জারি রয়েছে লকডাইন । লকডাউনের ফলে সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষরা । বন্ধ হয়ে গেছে রোজগার । এই অবস্থায় অসংগঠিত শ্রমিকদের পাশে থাকতে প্রচেষ্টা প্রকল্পের ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । এই প্রকল্পে উপভোক্তাদের 1000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা হয়েছিল । গতকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলার সব ব্লক ও পৌরসভাতে প্রচেষ্টা প্রকল্পের ফর্ম দেওয়া-নেওয়ার কাজ শুরু হয় । আধার কার্ড সহ প্রয়োজনীয় তথ্য সমেত সেই ফর্ম জমা শুরু হয় বালুরঘাট, হিলি, তপন, কুমারগঞ্জসহ অন্যান্য ব্লক ও পৌরসভায় । বেলা 11টা থেকে বেশ কয়েকজন আবেদনকারীর ফর্ম জমা নেওয়া হলেও আচমকা তা বন্ধ করে দেওয়া হয় সব জায়গায় । হঠাৎ করে ফর্ম দেওয়া ও নেওয়া বন্ধ করায় বিক্ষোভ দেখান ক্ষুব্ধ জনতা । পরিস্থিতি সামাল দিতে সব জায়গায় পৌঁছায় পুলিশ । পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় ।