গঙ্গারামপুর, 14 এপ্রিল : দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের BDO-র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অবস্থান BJP-র। গঙ্গারামপুর মণ্ডল BJP-র তরফে ব্লক অফিস চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। অভিযোগ, গত কয়েকদিন ধরে ব্লকের MCC টিম বেছে বেছে BJP-র পতাকা, ফেস্টুন খোলা ও শাসকদলকে বিভিন্ন কর্মসূচির অনুমতি দিয়ে বিরোধীদের আটকানোর চেষ্টা করছেন গঙ্গারামপুর ব্লকের BDO বিশ্বজিৎ ঢ্যাং।
BJP কর্মীদের আরও অভিযোগ, পঞ্চায়েত নির্বাচন থেকে শাসকদলকে সুবিধা করে দিয়েছেন গঙ্গারামপুরের BDO। লোকসভা নির্বাচনেও সেই কাজে আবার নেমে পড়েছেন। গঙ্গারামপুর ব্লকের BDO নিরপেক্ষ নন। BDO দলদাসে পরিণত হয়েছেন। এই অভিযোগ নিয়ে আজ দুপুর 3টে থেকে 6টা 30 পর্যন্ত অবস্থান বিক্ষোভ করে গঙ্গারামপুর মণ্ডল BJP।
BJP-র তরফ থেকে বলা হয়, গঙ্গারামপুরের BDO-কে নির্বাচন থেকে সরানোর দাবিতে আগামীকাল সকাল থেকে অবস্থানে বসবে তারা।