পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BDO-কে অপসারণের দাবি, গঙ্গারামপুরে অবস্থান BJP-র - mcc

গঙ্গারামপুরের BDO-কে নির্বাচন থেকে সরানোর দাবিতে আজ দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা 30 পর্যন্ত অবস্থান বিক্ষোভ করে গঙ্গারামপুর মণ্ডল BJP।

অবস্থান বিক্ষোভ BJP-র

By

Published : Apr 14, 2019, 11:10 PM IST

Updated : Apr 14, 2019, 11:16 PM IST

গঙ্গারামপুর, 14 এপ্রিল : দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের BDO-র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে অবস্থান BJP-র। গঙ্গারামপুর মণ্ডল BJP-র তরফে ব্লক অফিস চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। অভিযোগ, গত কয়েকদিন ধরে ব্লকের MCC টিম বেছে বেছে BJP-র পতাকা, ফেস্টুন খোলা ও শাসকদলকে বিভিন্ন কর্মসূচির অনুমতি দিয়ে বিরোধীদের আটকানোর চেষ্টা করছেন গঙ্গারামপুর ব্লকের BDO বিশ্বজিৎ ঢ্যাং।

BJP কর্মীদের আরও অভিযোগ, পঞ্চায়েত নির্বাচন থেকে শাসকদলকে সুবিধা করে দিয়েছেন গঙ্গারামপুরের BDO। লোকসভা নির্বাচনেও সেই কাজে আবার নেমে পড়েছেন। গঙ্গারামপুর ব্লকের BDO নিরপেক্ষ নন। BDO দলদাসে পরিণত হয়েছেন। এই অভিযোগ নিয়ে আজ দুপুর 3টে থেকে 6টা 30 পর্যন্ত অবস্থান বিক্ষোভ করে গঙ্গারামপুর মণ্ডল BJP।

BJP-র তরফ থেকে বলা হয়, গঙ্গারামপুরের BDO-কে নির্বাচন থেকে সরানোর দাবিতে আগামীকাল সকাল থেকে অবস্থানে বসবে তারা।

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

মণ্ডল BJP সভাপতি সনাতন কর্মকার বলেন, "গঙ্গারামপুর ব্লকের BDO নিরপেক্ষ নন। তিনি ব্লকে BJP-কে আটকানোর চেষ্টা করে শাসকদলকে জায়গা করে দিচ্ছেন। আমাদের ফ্ল্যাগ, ফেস্টুন খুলে নিচ্ছেন MCC-কে দিয়ে। বহুবার বিভিন্ন কারণে লিখিত অভিযোগ করেছি। কিন্তু কোনও ব্যবস্থা নেননি। আমরা আগামীকাল সকাল থেকে BDO অপসারণের দাবিতে অবস্থান চালাব।"

গঙ্গারামপুর ব্লকের BDO বিশ্বজিৎ ঢ্যাং বলেন, "BJP-র প্রতিনিধি দল আমার সাথে দেখা করতে এসেছিল। আমি ছিলাম না। তারা বাইরে বসেছিল। সেটি বিক্ষোভ না। আমরা সরকারি জায়গা থেকে সব দলেরই পতাকা, ফেস্টুন খুলছি।"

Last Updated : Apr 14, 2019, 11:16 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details