পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ, BJP সমর্থককে গাছে বেঁধে মারধরের অভিযোগ তপনে

বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ করায় BJP সমর্থককে গাছে বেঁধে মারধরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে । যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

ছবি
ছবি

By

Published : May 12, 2020, 12:54 PM IST

তপন, 12 মে : বাড়ির সামনে মদ খাওয়ার প্রতিবাদ করায় এক BJP সমর্থককে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে । গতকাল ঘটনাটি ঘটে তপন থানার ভারিলা এলাকার অভিরামপুরে । জখম BJP কর্মী বুধু উরাওকে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । খবর পেয়ে গতকাল দুপুরে হাসপাতালে পৌঁছান বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, BJP-র বালুরঘাট জেলা সভাপতি বিনয়কুমার বর্মণসহ অন্যান্যরা । গতকাল বিকেলেই তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার । যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে । ওইদিন রাত সাড়ে দশটা নাগাদ বুধু উরাওয়ের বাড়ির সামনে কয়েকজন মদ্যপান করছিল এবং অশ্রাব্য ভাষায় চিৎকার চেঁচামেচি করছিল বলে অভিযোগ । ঘুমের ব্যাঘাত ঘটায় বাইরে এসে ঘটনার প্রতিবাদ করেন বুধুবাবু । শুরু হয় বচসা । যা পরে হাতাহাতিতে পৌঁছায় । পরে এলাকা ছাড়লেও তারা হুমকি দিয়ে যায় । অভিযোগ, এরপর গতকাল ভোরে অভিযুক্তরা কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের নিয়ে ফের এসে বুধুবাবুর বাড়ির সামনে চিৎকার করতে থাকে । বুধুবাবুকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে । উদ্ধারে গিয়ে অভিযুক্তদের শাবল, বাঁশ, লাঠির আঘাতে জখম হন তাঁর স্ত্রী ও ছেলে । পরে গুরুতর জখম অবস্থায় বুধু উরাও ও তাঁর ছেলে সন্টু উরাওকে তপন হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে তাঁদের বালুরঘাট সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ঘটনায় গতকাল বিকেলেই বুধু উরাওয়ের স্ত্রী মোট আটজনের বিরুদ্ধে তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।

অভিযোগ পত্র

BJP সাংসদ সুকান্ত মজুমদার সরাসরি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, "গাছে বেঁধে মধ্যযুগীয় বর্বরতার কায়দায় ব্যাপক মারধর করা হয়েছে । হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় তখন ওঁর গোটা গায়ে কাদা লেগে ছিল । এমন বর্বর অত্যাচার তৃণমূল ছাড়া আর কেউ করতে পারে না । তাই অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব ।"

যদিও একে রাজনৈতিক ঘটনা বলে মানতে চাননি তপনের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী বাচ্চু হাঁসদা । তিনি বলেন, "ওই গ্রামের কিছু মানুষের মধ্যে গোলমাল হয়েছে বলে শুনেছি । তাঁদের মধ্যে মারামারিও হয়েছে । BJP-র তরফে এই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে ।" তপন থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details