পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ দখলের পথে BJP - Balurghat

BJP-তে যোগ দিয়েছেন বিপ্লব মিত্র । তাঁর সঙ্গে যোগ দিয়েছেন দক্ষিণ দিনাজপুরের 10 জন তৃণমূল জেলা পরিষদ সদস্যও । সংখ্যাগরিষ্ঠতার জেরে জেলা পরিষদ কার্যত BJP-র দখলে যেতে চলেছে ।

ফাইল ফোটো

By

Published : Jun 24, 2019, 9:51 PM IST

বালুরঘাট, 24 জুন : সব জল্পনার অবসান ঘটিয়ে BJP-তে যোগ দিয়েছেন দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র । তাঁর সঙ্গে দল ছেড়েছেন তৃণমূল কংগ্রেসের 10 জন জেলা পরিষদ সদস্যও । জেলায় তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা ছিলেন বিপ্লববাবু । বিপ্লববাবু সহ 10 জন জেলা পরিষদ সদস্য তৃণমূল ছাড়ায় সংখ্যার হিসেবে জেলা পরিষদ BJP-র দখলে যেতে চলেছে । আর তা যদি হয়, তাহলে রাজ্যে এই প্রথম কোনও জেলা পরিষদ BJP-র দখলে যাবে ।

লোকসভা ভোটে বালুরঘাট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছিল অর্পিতা ঘোষকে । কিন্তু, তা মেনে নিতে পারেননি বিপ্লব মিত্র । BJP প্রার্থী সুকান্ত মজুমদারের কাছে পরাজিত হন অর্পিতা । এই পরাজয়ের দায়ভার এসে পড়ে বিপ্লবের কাঁধে । ফলাফলের কয়েকদিন পরই বিপ্লব মিত্রকে তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় । দায়িত্ব পান অর্পিতা । জেলা সভাপতি হয়েই বিপ্লবকে উপেক্ষা করে নতুন ব্লক ও শহর কমিটি গঠন করেন তিনি । বিভিন্ন পদ থেকে সরাতে থাকেন বিপ্লবের অনুগামীদের ।

এই সংক্রান্ত খবর :BJP-তে যোগ উইলসন চম্প্রামারি ও বিপ্লব মিত্রর

দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ ছিল একসময় বিরোধী শূন্য ছিল। তৃণমূল পরিচালিত জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় থেকে শুরু করে অধিকাংশ কর্মাধ্যক্ষ ও সদস্য ছিলেন বিপ্লব মিত্রর অনুগামী । তাই তাঁকে জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়াটা মেনে নিতে পারেনি তাঁরাও । তাই তাঁদের একটা বড় অংশ আজ বিপ্লববাবুর সঙ্গে BJP-তে যোগ দিয়েছেন ।

এই সংক্রান্ত খবর :প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, সুব্রত বক্সির সামনেই তৃণমূল যুবনেতাকে মারধর

সম্প্রতি দলের বৈঠকে ডেকেছিলেন অর্পিতা । কিন্তু, তাতে যোগদান করেননি বিপ্লব অনুগামীরা । দলে থেকেও অজ্ঞাতবাস নেওয়া বিপ্লব মিত্র ঘর গুছিয়ে রাখছিলেন আগেভাগেই । জল্পনা ছড়াচ্ছিল, BJP-তে যোগদান নাকি শুধু সময়ের অপেক্ষা । বাস্তবে হলও তাই । জেলা পরিষদের সভাধিপতি সহ অধিকাংশ সদস্য ও কর্মাধ্যক্ষদের নিয়ে BJP-তে যোগদান করলেন তিনি ।

দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মোট আসন 18 টি । সবকটিই তৃণমূলের দখলে ছিল। বিরোধী শূন্য জেলা পরিষদের সভাধিপতি হয়েছিলেন লিপিকা রায় । আজ দিল্লিতে বিপ্লববাবুর পাশাপাশি লিপিকা রায়, মফিজ়উদ্দিন মিঞা, বিশ্বনাথ পাহান, শিপ্রা নিয়োগী, চিন্তামণি বিহা, প্রতিভা মণ্ডল, ইরা রায়, শংকর সরকার, পঞ্চানন বর্মণ ও গৌরী মালি BJP-তে যোগদান করেন । এখানেই শেষ নয়, কৈলাস বিজয়বর্গীয় জানান, নানা কারণে দিল্লি যেতে না পারা আরও চারজন জেলা পরিষদ সদস্যও শীঘ্রই BJP-তে যোগদান করবেন ।

ABOUT THE AUTHOR

...view details