বালুরঘাট, ১৩ মার্চ: বালুরঘাট আসনে বিপ্লব মিত্রকে প্রার্থী করছে না তৃণমূল কংগ্রেস। এই ঘোষণার পরই তাঁকে প্রার্থী হতে প্রস্তাব দিল BJP। সূত্রের খবর, কলকাতার একটি ফুটবল ক্লাবের এক কর্মকর্তার মাধ্যমে তাঁকে প্রস্তাব দেওয়া হয়। দিল্লির এক নেতার সঙ্গে একপ্রস্থ আলোচনাও হয়েছে বলে খবর। তবে আপাতত তৃণমূলেই আছেন বলে জানিয়েছেন বিপ্লব।
বালুরঘাটে প্রার্থী করতে চেয়ে বিপ্লব মিত্রকে প্রস্তাব BJP-র - election
দল টিকিট না দেওয়ার পরই BJP-র থেকে প্রস্তাব এল বিপ্লবের কাছে।
টেলিফোনে বিপ্লববাবু বলেন, "প্রস্তাব আগেও এসেছিল। আবারও এসেছে। কিন্তু আমরা সকলে সিদ্ধান্ত নিয়েই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলাম। দলেই আছি। তবে এটা ঠিক যে অনুগামীরা আমাকে প্রার্থী হিসেবে চেয়েছিল।"
প্রসঙ্গত, দলে বিপ্লব অনুগামীরা তাঁকে প্রার্থী হিসেবে চাইছিল। তবে পাল্লা ভারী ছিল বিদায়ী সাংসদ অর্পিতা ঘোষের। দলনেত্রীর গুডবুকেও তিনিই ছিলেন। সম্প্রতি এক অনুষ্ঠানে অর্পিতা ঘোষের কাজের প্রশংসাও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ প্রার্থী হিসেবে অর্পিতার নাম ঘোষণা করেছেন তিনি। এতেই মুষড়ে পড়েছে বিপ্লব শিবির।