পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাটে BJP কর্মীদের উপর হামলা, অভিযুক্ত তৃণমূল - Result Counting

BJP- কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনায় মাথা ফাটে এক BJP কর্মীর । ঘটনাস্থানে মোতায়েন রয়েছে পুলিশ ।

বালুরঘাট হাইস্কুলে মাঠে তাণ্ডব চালায় BJP

By

Published : May 23, 2019, 6:59 PM IST

বালুরঘাট, 23 মে : BJP-র কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । পালটা প্রতিবাদ করলে BJP ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে । বালুরঘাটের নাট্যমন্দির এলাকার ঘটনা । সংঘর্ষের জেরে জখম হয় এক BJP কর্মী । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ বাহিনী ।

আজ ভোটগণনা শুরুর হওয়ার প্রথম কয়েক রাউন্ডে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ এগিয়ে ছিলেন । কিন্তু 5/7 রাউন্ডের পর থেকেই BJP প্রার্থী সুকান্ত মজুমদার এগিয়ে যান । জয় একপ্রকার নিশ্চিত জেনে BJP-র কর্মী-সমর্থকরা বালুরঘাট নাট্যমন্দির সংলগ্ন এলাকায় বিজয় উল্লাসে মেতে ওঠে । অভিযোগ, তখনই BJP-র কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে তৃণমূলের কর্মী-সমর্থকরা । পরে BJP-র কর্মীরা প্রতিবাদ করলে তাদের উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায় । এই ঘটনায় মাথা ফাটে BJP কর্মী জয় সরকারের ।

BJP-তৃণমূলের সংঘর্যের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । দু'পক্ষকে ছত্রভঙ্গ করে । BJP নেতা পিন্টু সরকার বলেন, "তৃণমূলের দুষ্কৃতীরা হঠাৎ করে এসেই আমাদের উপর হামলা চালায় । আশঙ্কাজনক অবস্থায় এক দলীয় কর্মী বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় আরও বেশকিছু কর্মী-সমর্থক জখম হয়েছে । তারা হেরে গেছে । সেই কারণেই BJP কর্মীদের উপর হামলা চালাচ্ছে ।"

তৃণমূলের পালটা অভিযোগ, BJP সমর্থকরা বালুরঘাট হাইস্কুল মাঠে থাকা তৃণমূলের কর্মীদের বাইক ভাঙচুর করেছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details