বালুরঘাট, 23 এপ্রিল : BJP নয়। ভোট দিতে হবে তৃণমূল কংগ্রেসকেই । এই বলে এক ভোটারকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি ইটাহার থানার পাইকপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের 36/104 নম্বর বুথের । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় ইটাহার থানার পুলিশ । তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । তারপর নিতাই দাস নামে ওই যুবক নিজের ভোটটি দিতে পারেন ।
"BJP নয়, তৃণমূলে ভোট দিতে হবে"; যুবককে মারধর - loksabha election 2019
ইটাহার থানার পাইকপাড়ার প্রাথমিক বিদ্যালয়ের 36/104 নম্বর বুথে ভোটার লাইন থেকে বের করে এক ভোটারকে মারধর করে ।
আজ সকালে ইটাহারের ৩৬/১০৪ নম্বর বুথে নিতাই দাস ভোট দিতে যান । প্রথমবার তাঁকে ভোট দিতে দেওয়া না হলে তিনি দ্বিতীয়বার ভোট দিতে যান । এরপর তাঁকে ভোটার লাইন থেকে বের করে মারধর করা হয় । এবিষয়ে নিতাই দাস বলেন, "আমি ভোট দিতে ভোটের লাইনে দাঁড়িয়েছিলাম । তৃণমুলের কর্মী-সমর্থকরা এসে আমাকে তৃণমূলে ভোট দিতে বলে। এরপর মারধর করতে থাকে । পুলিশ আসার পর আমি আমার ভোটটা দিতে পারলাম ।"
নিতাইবাবুর স্ত্রী বলেন, "প্রথমে আমার স্বামীকে ভোট দিতে দেয়নি তৃণমূল । পরে ও আবার এসেছিল ভোট দিতে । তখন মারধর করে ।
"