বালুরঘাট, 14 জুলাই : 12 ঘণ্টার বনধ সফল করতে বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ডের সামনে পিকেটিং জেলা BJP নেতৃত্বের । খবর পেয়ে ঘটনাস্থানে আসে বালুরঘাট থানার পুলিশ । পরে পুলিশি হস্তক্ষেপে প্রায় 20 মিনিট পর পিকেটিং উঠে যায় । এরপর যাতায়াত শুরু করে সরকারি বাস । এদিকে BJP-র ডাকা 12 ঘণ্টার বনধে তেমন কোনও সাড়াই পড়ল না দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটে । লকডাউনের জন্য শহরের বেশির ভাগ দোকানপাট 9 জুন থেকে বন্ধই আছে । অন্যান্য দিনের মতই খোলা রয়েছে অত্যাবশকীয় দোকানপাট । এছাডা়ও খোলা বালুরঘাটের বিভিন্ন বাজারঘাটও । রাস্তায় যানবাহন চলাচল করছে ।
বনধ সফল করতে বালুরঘাটে BJP কর্মী-সমর্থকদের পিকেটিং
হামতাবাদের BJP বিধায়কের মৃত্যুর ঘটনায় 12 ঘণ্টার বন্ধ সফল করতে বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ডের সামনে পিকেটিং জেলা BJP নেতৃত্বের । পরে, পুলিশি হস্তক্ষেপে উঠে যায় পিকেটিং ৷ এদিকে, বনধের তেমন কোনও সাড়া পড়ল না দক্ষিণ দিনাজপুরে ৷ খোলা বালুরঘাটের বিভিন্ন বাজারঘাটও । রাস্তায় যানবাহন চলাচল করছে ।
এদিকে, বনধ সফল করতে রাতেই বালুরঘাটের বিভিন্ন সরকারি দপ্তরের সামনে পতাকা লাগিয়ে দেয় BJP কর্মী সমর্থকরা । সকাল থেকে জেলার বিভিন্ন ব্লকে রাস্তায় পিকেটিং করে গাড়ি আটকানোর চেষ্টা করছে । যদিও পুলিশ ঘটনাস্থানে পৌঁছে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিচ্ছে ।
গতকাল উত্তর দিনাজপুরের হেমতাবাদের BJP বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে । যে ভাবে হাত বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় তাতে BJP-র অভিযোগ খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁকে । খুনের ঘটনায় CBI তদন্তের দাবি চেয়ে আজ উত্তরবঙ্গ জুড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দেয় BJP ৷ সেই মতো বনধ সফল করতে আজ সকাল থেকে মাঠে নামে দলীয় কর্মী সমর্থকরা । এদিন সকালে বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ড ও শহরের অন্যান্য জায়গায় BJP-র জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার, বালুরঘাট টাউন সভাপতি সুমন বর্মণের নেতৃত্বে পিকেটিং করা হয় । সরকারি বাস চললেও সেভাবে চলছে না বেসরকারি বাস । এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে মোতায়ন রয়েছে পুলিশবাহিনী । এই বিষয়ে BJP-র জেলা সভাপতি বিনয়কুমার বর্মণ জানিয়েছেন, " হেমতাবাদে দলীয় বিধায়ককে খুনের ঘটনায় আজ গোটা উত্তরবঙ্গ জুড়ে বনধ ডাকা হয়েছে । দক্ষিণ দিনাজপুরেও বনধে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছে । এখনও পর্যন্ত বনধ সফলই বলে দাবি করেন তিনি ।"