পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গঙ্গারামপুরে BJP-র মিছিল লক্ষ্য করে গুলি, অভিযুক্ত তৃণমূল - tmc

BJP-র বিজয় মিছিল লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের ।

BJP কর্মীদের বিক্ষোভ

By

Published : May 27, 2019, 1:16 AM IST

Updated : May 27, 2019, 7:28 AM IST

গঙ্গারামপুর, 27 মে: গঙ্গারামপুরে BJP-র বিজয় মিছিলে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এলাকা থেকে উদ্ধার এক রাউন্ড গুলি। খবর পেয়ে ঘটনাস্থানে যায় গঙ্গারামপুর থানার পুলিশ ।

গুলি চালানোর ঘটনায় সনাতন দাস নামে এক তৃণমূল কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গেছে । যদিও কাউকে আটকের কথা অস্বীকার করেছেন জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি।

বালুরঘাট লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন BJP প্রার্থী সুকান্ত মজুমদার। ফল বেরোনোর পর থেকেই জেলার একাধিক এলাকায় বিজয় মিছিল করছেন BJP কর্মীরা। গতকাল বিকেলে গঙ্গারামপুর ব্লকের ২ নম্বর বেলবাড়ি এলাকার গোয়ালপাড়াতে বিজয় মিছিল করেন তাঁরা।

BJP-র গঙ্গারামপুর ব্লক সভাপতি সনাতন কর্মকারের অভিযোগ, লক্ষ্মীতলায় তাঁদের মিছিল লক্ষ্য করে গুলি চালিয়েছে তৃণমুল আশ্রিত দুষ্কৃতীরা।
খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থানে আসে। উদ্ধার হয় এক রাউন্ড গুলি।

তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্ব ঘটনার কথা অস্বীকার করেছে। তাদের বক্তব্য, BJP-র সাজানো ঘটনা। তৃণমূল কংগ্রেসকে বদনাম করতেই এই সব করছে BJP।

Last Updated : May 27, 2019, 7:28 AM IST

ABOUT THE AUTHOR

...view details