পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে গঙ্গারামপুর থানার সামনে ধর্না সাংসদের

ফের ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর । এবার মহিলা বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ।

SUKANTA MAJUMDER
আসামীকে গ্রেফতারের দাবিতে গঙ্গারামপুর থানার সামনে ধর্না সাংসদ সহ জেলা নেতৃত্বের

By

Published : Jun 11, 2021, 10:51 PM IST

গঙ্গারামপুর,১১ জুন: ফের ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর । এবার মহিলা বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে । এই ঘটনায় গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে আক্রান্তের পরিবারের তরফে । অন্যদিকে পাল্টা অভিযোগও দায়ের হয়েছে বলে খবর । যদিও এটি কোনও রাজনৈতিক ঘটনা নয় বলে তৃণমূলের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে । স্বনির্ভর গোষ্ঠীর টাকা তুলে খরচ করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে গন্ডগোল বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় । শুক্রবার গঙ্গারামপুর থানার সামনে বিক্ষভে বসেন বালুরঘাটের সাংসদ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব । অবিলম্বে অভিযুক্তকে ধরতে হবে বলে জানান সাংসদ, না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুমকি দেন তিনি ।

বৃহস্পতিবার সন্ধ্যায় গঙ্গারামপুরের 9 নম্বর ওয়ার্ডের মহিলা বিজেপি কর্মীদের মারধরের ঘটনার প্রতিবাদে শুক্রবার গঙ্গারামপুর থানার সামনে বসে বিক্ষোভ দেখান সাংসদ সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা । সামাজিক দূরত্ব বিধি মেনে গুটিকয়েক কর্মীকে নিয়ে এই বিক্ষোভ দেখান তিনি । ভোট পরবর্তী সময়ে গঙ্গারামপুরে বিজেপির কর্মী-সমর্থকদের উপর আক্রমণ আজও অব্যাহত বলে তাঁর অভিযোগ । এইদিন দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে গঙ্গারামপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব বেলবাড়ি এলাকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয় । যেখানে অভিযোগ করা হয়, তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর সহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি নেত্রী ও তাঁর মেয়েকে মারধর করে । আক্রান্ত ওই বিজেপি মহিলা কর্মীর নাম চন্দনা পাল রাজবংশী । অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবযানী দত্তের নেতৃত্বে প্রায় 10-12 জন চন্দনা পাল রাজবংশী ও তাঁর মেয়ের উপর হামলা চালায় বলে । সেই কারণে শুক্রবার গঙ্গারামপুর থানার সামনে অবস্থান বিক্ষভে বসেন সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপির জেলা সভাপতি বিনয় বর্মন, সহ তপনের বিধায়ক বুধরাই টুডুসহ আরও অনেকে । অভিযুক্তকে অতিসত্ত্বর ধরার দাবিতে আজকের এই অবস্থান বিক্ষোভ ।

আসামীকে গ্রেফতারের দাবিতে গঙ্গারামপুর থানার সামনে ধর্না সাংসদ সহ জেলা নেতৃত্বের

আরও পড়ুন: তুফানগঞ্জে খাবার বিলিকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

এই বিষয়ে চন্দনা পাল রাজবংশী বলেন, ‘‘তৃণমূলের প্রাক্তন ৯ নং ওয়ার্ড কাউন্সিলর দেবযানী দত্ত সহ অন্যান্য তৃণমূল নেতারা আমাকে এবং আমার মেয়েকে প্রচণ্ড মারধর করে । বর্তমানে আমার মেয়ে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি রয়েছে । আমি গঙ্গারামপুর থানায় অভিযোগ করেছি তৃণমূলের দুষ্কৃতীদের নামে । আমি এবং আমার স্বামী বিজেপি করি বলেই কি আমাদের উপরে হামলা করেছে । আমরা চাই দুষ্কৃতীদের কঠোরতম শাস্তি এবং পুলিশ অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে ।’’ যদি গ্রেফতার না করে তাহলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলেও জানান তিনি । বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘‘গঙ্গারামপুর থানার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের বিজেপি কর্মীদের মারধর করে এবংকর্মীর মেয়েকে এতটাই মারধর করেছে যে গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন । পরিবারের পক্ষ থেকে গঙ্গারামপুর থানায় অভিযোগ করা হয়েছে । কিন্তু পুলিশ ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি । সেই কারণে আমরা আজকে থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেছি এবং আমাদের কর্মীর বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা করার দাবি করছি । পুলিশ যদি না ধরে তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামব । ’’ দুষ্কৃতীদের গ্রেফতারের আশ্বাস দেয় গঙ্গারামপুর থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details