পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাগরিকত্ব আইনের সমর্থনে হিলিতে মিছিল BJP-র, আটকাল পুলিশ - হিলি

BJP জানিয়েছে, CAA ও NRC নিয়ে বিরোধী রাজনৈতিক দলের অপপ্রচার বন্ধ করতেই এই মিছিল । পুলিশ মিছিল আটকে দিলে BJP কর্মীরা হিলিতে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান । বন্ধ হয়ে যায় যান চলাচল । পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস নন্দীর সঙ্গে কথা বলে পথসভা করার শর্তে অবরোধ তুলে নেয় BJP ।

BJP
মিছিল BJP-র

By

Published : Dec 18, 2019, 9:50 PM IST

হিলি, 18 ডিসেম্বর : জাতীয় নাগরিক পঞ্জি (NRC) ও নাগরিকত্ব (সংশোধনী) আইন (CAA)-র বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল । খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় মিছিল হয়েছে । এবার CAA-র সমর্থনে পথে নামল BJP । আজ হিলি হসপিটাল মোড় থেকে মিছিল শুরু করে জেলা BJP । কিন্তু অভিযোগ, মিছিল কিছুটা দূর যেতেই তা আটকে দেয় পুলিশ । তখন দলের তরফে হিলিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় । দীর্ঘক্ষণ পুলিশ ও BJP-র কর্মীদের মধ্যে বচসা চলে । পরে পুলিশ পথসভা করার অনুমতি দিলে অবরোধ তুলে নেয় BJP ।

BJP জানিয়েছে, CAA ও NRC নিয়ে বিরোধী রাজনৈতিক দলের অপপ্রচার বন্ধ করতেই এই মিছিল । পুলিশ মিছিল আটকে দিলে BJP কর্মীরা হিলিতে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান । বন্ধ হয়ে যায় যান চলাচল । পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস নন্দীর সঙ্গে কথা বলে পথসভা করার শর্তে অবরোধ তুলে নেয় BJP ।

পুলিশের সঙ্গে বচসা BJP সমর্থকদের ।

BJP-র জেলা সভাপতি বিনয় বর্মণ বলেন, "CAA-র সমর্থন ও এই আইন সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করতে মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয় । কিন্তু মিছিল বের করতেই তৃণমূলের পুলিশ মিছিল আটকে দেয় ।"একইসঙ্গে তিনি জানান, মানুষকে সচেতন করতে লাগাতার কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা BJP-র তরফে । আজ মিছিলে BJP-র জেলা সভাপতি ছাড়াও দলের জেলা নেতা নীলাঞ্জন রায়, শুভেন্দু সরকার, বাপি সরকার সহ অন্যান্যরা ছিলেন ।

জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ BJP-র ।

ABOUT THE AUTHOR

...view details