বালুরঘাট, ২৭ অক্টোবর: BJP-তে যোগ দিয়েও পরে এক এক করে তৃণমূলে ফিরে এসেছেন অনেকেই । এবার সেই খাতায় নাম লেখালেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের আরও এক সদস্য শিপ্রা নিয়োগী । আজ বালুরঘাটে অর্পিতা ঘোষের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন তিনি । এর জেরে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১৮ সদস্যের মধ্যে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়াল ১৩ ।
২৪ জুন দিল্লিতে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিপ্লব মিত্রের হাত ধরে জেলা পরিষদের সভাধিপতি সহ ১০ জন BJP-তে যোগ দেন । কিন্তু, তার কিছুদিনের মধ্যেই তিনজন ফের তৃণমূলে যোগ দেন । কিছু দিন পরই তৃণমূলে যোগ দেন BJP-র আর এক সদস্য । ফলে জেলা পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল । তবে এক তৃতীয়াংশ আসন BJP-র দখলে থাকায় জেলা পরিষদ পরিচালনার ক্ষেত্রে সমস্যায় পড়ছিল তারা । এই জট কাটাতে রাজ্যের দুই মন্ত্রী জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন । আর আজ জেলা পরিষদের আরও এক সদস্য শিপ্রা নিয়োগী তৃণমূলে যোগ দেন ।