বালুরঘাট, 29 মার্চ : সাংসদের স্টিকার লাগানো গাড়ি নিয়ে ভোট প্রচার বালুরঘাট আসনের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের। আদর্শ আচরণ বিধি (MCC) লঙ্ঘনের অভিযোগ তুলে জেলা নির্বাচন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করল জেলা BJP নেতৃত্ব। গতকাল সন্ধ্যায় BJP-র সাধারণ সম্পাদক বাপি সরকার অর্পিতার বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ দায়ের করেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।
প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর দেরি করেননি বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। নেমে পড়েন দলীয় প্রচারে। তবে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গে আদর্শ নির্বাচনী আচরণ বিধি লাগু হয়েছে দেশজুড়ে। রাজনৈতিক ফ্লেক্স, ব্যানার থেকে সরকারি হোর্ডিংয়ে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ছবি কাগজ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। অভিযোগ, আদর্শ নির্বাচনী আচরণ বিধি লাগুর মধ্যেই অর্পিতা মেম্বার অফ পার্লামেন্ট লেখা গাড়ি নিয়ে দলীয় প্রচারে বেরোচ্ছেন। এক দু'দিন নয়। বিগত কয়েকদিন ধরেই এই গাড়ি নিয়ে প্ৰচার করছেন তিনি। বিষয়টি নজরে আসতেই গতকাল সন্ধ্যায় নির্বাচন আধিকারিকের কাছে অর্পিতার নামে অভিযোগ দায়ের করে BJP। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানায় BJP।