পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাটের স্ট্রং রুমে লোডশেডিং, কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর আবেদন BJP-র - balurghat

বালুরঘাটের স্ট্রং রুমে লোডশেডিং । নিরাপত্তা জোরদার করতে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর আবেদন BJP-র ।

স্ট্রং রুম পরিদর্শন করে বেরোচ্ছেন BJP এজেন্ট

By

Published : May 1, 2019, 9:28 PM IST

বালুরঘাট, ১ মে : বালুরঘাট কলেজের স্ট্রং রুমে গতকাল দু’বার লোডশেডিং হয় । এর জেরে চিন্তিত BJP নেতৃত্ব সেখানে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর আবেদন করেছে । লোডশেডিংয়ের বিষয়টি নিয়ে নির্বাচন পর্যবেক্ষক ও রিটার্নিং অফিসারের কাছে অভিযোগও জানায় BJP ।

প্রসঙ্গত, বালুরঘাট লোকসভা কেন্দ্রে ২৩ এপ্রিল ভোট হয় । এই কেন্দ্রের ১৫৩০ টি EVM কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে বালুরঘাট কলেজের স্ট্রং রুমে রাখা হয়েছে । স্ট্রং রুম সহ কলেজ ক্যাম্পাসে লাগানো হয়েছে CCTV ক্যামেরা । কিন্তু গতরাতে বালুরঘাট কলেজ ক্যাম্পাসে দু’বার লোডশেডিং হওয়ায় চিন্তায় পড়ে BJP নেতৃত্ব । অভিযোগ, শহরের অন্যান্য প্রান্তে বিদ্যুৎ থাকলেও শুধুমাত্র বালুরঘাট ক্যাম্পাস চত্বরেই লোডশেডিং হচ্ছিল । এই ঘটনার পেছনে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখতে আজ বিকেলে বালুরঘাট কলেজের স্ট্রং রুম পরিদর্শনে যান BJP প্রার্থী সুকান্ত মজুমদারের নির্বাচনী এজেন্ট গৌতম চক্রবর্তী । সঙ্গে ছিলেন অন্যান্য জেলা নেতারা ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

গৌতমবাবু বলেন, "গতরাতে দু’বার লোডশেডিং হয়েছিল । খবর পেয়ে আজ কলেজ চত্বরে আসি । দেখি শুধুমাত্র কলেজ ক্যাম্পাসেই বিদ্যুৎ নেই । বাকি সব এলাকাতে বিদ্যুৎ আছে । বিষয়টি নিয়ে অবজারভার ও জেলা নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ করেছি । কলেজের ছাদেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন করা হয়েছে ।"

এবিষয়ে বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষের নির্বাচনী এজেন্ট দেবপ্রিয় সমাজদার বলেন, "যে সেনার নাম করে BJP ভোট চায় সেই সেনাকেই তারা অবিশ্বাস করছে । লোডশেডিং-কেও যদি BJP ভয় পায় তাহলে তো আর বলার কিছু নেই ।"

অন্যদিকে এবিষয়ে জেলা নির্বাচনী আধিকারিক দীপাপ প্রিয়া পি জানান, BJP-র তরফে এমন কোনও অভিযোগ তিনি পাননি । তবে, কলেজ ক্যাম্পাসে লোডশেডিং যাতে না হয় তার জন্য বিদ্যুৎ বণ্টন কোম্পানিকে বলা হয়েছে । এছাড়াও ইনভার্টার ও ২ টো জেনারেটর ব্যাক আপ হিসেবে সেখানে রাখা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details