পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: হলফনামায় খুনের মামলার তথ্য গোপন! তৃণমূল সভাপতির প্রার্থীপদ বাতিলের দাবি বিজেপির - South Dinajpur TMC Candidate

পঞ্চায়েত নির্বাচনের আর 48 ঘণ্টারও কম সময় বাকি ৷ এখনও শাসক-বিরোধী অভিযোগ, পালটা অভিযোগের তরজা চলছে ৷ দক্ষিণ দিনাজপুরে তৃণমূল প্রার্থী মৃণাল সরকার তাঁর বিরুদ্ধে থাকা খুনের মামলার অভিযোগ জানাননি নির্বাচন কমিশনকে ৷ এই অভিযোগ তুলে রাজ্যপাল এবং নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখল বিজেপি ৷

ETV Bharat
পঞ্চায়েত নির্বাচন

By

Published : Jul 6, 2023, 5:02 PM IST

দক্ষিণ দিনাজপুরে তৃণমূল প্রার্থীর মৃণাল সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছে বিজেপি

গঙ্গারামপুর, 6 জুলাই: অস্বস্তিতে শাসকদল ৷ তথ্য গোপনের অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে ৷ বিজেপি তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছে, মনোনয়নপত্রের সঙ্গে পেশ করা হলফনামায় তিনি নিজের বিরুদ্ধে চলা সাতটি মামলার তথ্য জানাননি নির্বাচন কমিশনকে ৷ এ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে জেলা বিজেপি নেতৃত্ব ৷ তৃণমূল প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের দাবিতে সরব গেরুয়া শিবির ।

8 জুলাই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরের 4 (চার) নম্বর জেলা পরিষদ আসনে প্রার্থী হয়েছেন ৷ ওই আসনের বিজেপি প্রার্থী প্রদীপ সরকার ৷ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে হলফনামা দিতে হয় ৷ হলফনামায় নিজের সব তথ্য পেশ করাই নিয়ম ৷ এদিকে তৃণমূল প্রার্থী মৃণাল সরকার সেই তথ্য গোপন করায় তাঁর প্রার্থীপদ বাতিলের দাবি জানিয়েছেন প্রদীপ সরকার ৷

বিজেপি প্রার্থী প্রদীপ সরকারের অভিযোগ, মৃণাল সরকার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে হলফনামা জমা দিয়েছেন, তাতে তিনি জানাননি যে তাঁর বিরুদ্ধে 7টি মামলা চলছে ৷ তাঁর বিরুদ্ধে থাকা একটি খুনের মামলার বিষয়ে কিছুই উল্লেখ করেননি মৃণাল সরকার ৷ এতে নির্বাচন কমিশনের নিয়ম লঙ্ঘিত হয়েছে ৷ প্রদীপ বলেন, "তাই আমি নির্বাচন কমিশন ও রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়ে তৃণমূল প্রার্থীর প্রার্থীপদ বাতিলের দাবি জানিয়েছি ৷"

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের 48 ঘণ্টা আগে বীরভূমে বিজেপি নেতা খুন, অভিযুক্ত তৃণমূল

এ বিষয়ে মৃণাল সরকারের সঙ্গে যোগাযোগ করেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ ফোনে তিনি দাবি করেন, "হলফনামায় আমি নিজের সম্পর্কে সব তথ্যই সঠিক দিয়েছি ৷ আমার বিরুদ্ধে থাকা মামলার বিষয়ও হলফনামায় উল্লেখ করা হয়েছে । ভারতীয় সংবিধান অনুযায়ী এই সব মামলা চলাকালীন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যায় ৷ আমি অভিযুক্ত, দোষী নই ৷" তিনি আরও জানান, আদালতে মামলাগুলি বিচারাধীন অবস্থায় রয়েছে ৷ বিজেপি মামলার সত্যতা না জেনে তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ রটাচ্ছে বলে পালটা অভিযোগ করেন মৃণাল সরকার ৷ তৃণমূলের বিরুদ্ধে প্রভাব ফেলতে বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই চক্রান্ত করেছে বলে তোপ দাগেন তিনি ৷

দক্ষিণ দিনাজপুরের বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, গঙ্গারামপুর ব্লকের 4 নম্বর জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী প্রদীপ সরকারের প্রতিদ্বন্দ্বী তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার ৷ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তিনি হলফনামায় খুনের মামলায় জড়িত থাকার বিষয়টি গোপন রেখেছেন ৷ তাই রাজ্যপাল ও নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে তৃণমূল প্রার্থীর মনোনয়ম বাতিলের দাবি জানিয়েছেন স্বরূপ চৌধুরী ৷

আরও পড়ুন: মক্কা থেকে প্রার্থীর মনোনয়ন জমা কাণ্ডে রির্টানিং অফিসারের বিরুদ্ধে কী পদক্ষেপ, কমিশনের রিপোর্ট তলব আদালতের

এর আগে মক্কা থেকে মনোনয়ন জমা দিয়ে তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছিলেন মিনাখার পঞ্চায়েত প্রার্থী ৷ আদালতের নির্দেশে তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে ৷ পঞ্চায়েত ভোটের দু'দিন আগে ফের তৃণমূল প্রার্থীর নামে অভিযোগে চাপে শাসকদল ৷

ABOUT THE AUTHOR

...view details