পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চেয়ারম্যানের সঙ্গে কথা বলায় গ্রেপ্তার BJP নেতা ! - gangarampur

BJP কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর প্রতিবাদে গতকাল প্রায় তিন ঘণ্টা গঙ্গারামপুর থানার সামনে অবস্থান চলে ৷ দাবি জামিনে মুক্তি দিতে হবে ওই BJP কর্মীদের ৷

গঙ্গারামপুর থানার সামনে অবস্থান

By

Published : Aug 4, 2019, 9:02 AM IST

গঙ্গারামপুর, 4 অগাস্ট : দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার সামনে অবস্থান BJP-র ৷ BJP কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর প্রতিবাদে গতকাল প্রায় তিন ঘণ্টা গঙ্গারামপুর থানার সামনে অবস্থান চলে ৷

জেলা BJP সূত্রে খবর, গত জুন মাসের 8 তারিখ গঙ্গারামপুরে পুলিশ BJP-র মিছিল আটকানোয় ধুন্ধুমার বাধে । দফায় দফায় সংঘর্ষ হয় । পুলিশের উপর ইট ছোড়া হয় । ইটের আঘাতে জখম হন এক সিভিক ভলান্টিয়ার । পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় । জখম হন গঙ্গারামপুর থানার ASI বিভু ভট্টাচার্য । এই ঘটনায় চলতি মাসের 1 তারিখ শিববাড়ি এলাকা থেকে দুই BJP কর্মী মণিরত্ন সাহা এবং তাঁর ভাই পিঙ্কাই সাহাকে গ্রেপ্তার করে পুলিশ ৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই ঘটনায় এই দুই BJP কর্মীর নাম ছিল ৷ তাই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে ৷

গঙ্গারামপুর থানার সামনে BJP-র অবস্থান

পুলিশের FIR-এ অবশ্য ওই দুই কর্মীর নাম নেই ৷ জেলা BJP সভাপতি শুভেন্দু সরকারের অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে দলীয় কর্মীদের ৷ তিনি বলেন, "সেদিনের ঘটনায় পুলিশ মামলা করেছিল ৷ কোর্টের দ্বারস্থ হয়ে জামিন নেওয়া হয়েছে ৷ চলতি মাসের 1 তারিখ রাতে শহর মণ্ডলের সহসভাপতি মণিরত্ন সাহা ও তাঁর ভাই পিঙ্কাই সাহাকে পুলিশ অন্যায়ভাবে তুলে নিয়ে যায় ৷" আরও বলেন, "পুলিশের অভিযোগ, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র নাকি মণিরত্ন সাহার সঙ্গে কথা বলেছিলেন ৷ কাউকে কথা বলার অপরাধে পুলিশ তুলে আনলে সেটা অন্যায় ৷ অবিলম্বে আমরা মণিরত্নের মুক্তি চাই ৷ তাই আজ অবস্থানে বসেছি ৷ পুলিশ যদি এরপরেও এরকম চালায় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হব ৷" BJP-র পক্ষ থেকে থানার ভারপ্রাপ্ত আধিকারিক পূর্ণেন্দু কুণ্ডর হাতে একটি স্মারকলিপি দেওয়া হয় ৷

গঙ্গারামপুর অতিরিক্ত পুলিশ সুপার ওয়াংডেন গ্যালপো ভুটিয়ার বক্তব্য, ওই দুই BJP কর্মীর নাম গঙ্গারামপুরের গন্ডগোলের ঘটনায় ছিল ৷ তাই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details