বালুরঘাট, 23 জুন : সব জল্পনার অবসান । BJP-তে যোগ দিতে চলেছেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র । গতকাল সন্ধ্যায় দিল্লি যান তিনি । বিপ্লব ঘনিষ্ঠ জেলা পরিষদের সভাধিপতিসহ 12 সদস্য আগেই দিল্লি পৌঁছে গেছেন । পাশাপাশি বিপ্লবের ভাই তথা গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রও দিল্লিতে রয়েছেন বলে জেলা BJP সূত্রে খবর । শোনা যাচ্ছে, আগামী সোমবার সবাই BJP-তে যোগ দেবেন ।
রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটে বালুরঘাট কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে অর্পিতা ঘোষকে মেনে নিতে পারেননি তৎকালীন তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র । কিন্তু রাজ্য নেতৃত্বের নির্দেশে অর্পিতার হয়ে প্রচার করতে হয় তাঁকে । অথচ লোকসভা নির্বাচনে অর্পিতার পরাজয়ের কোপ এসে পড়ে বিপ্লবের ঘাড়ে । ফলাফলের দিনকয়েক পরেই তৃণমূল জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিপ্লবকে । দায়িত্ব দেওয়া হয় অর্পিতা ঘোষকে । জেলা সভাপতি হওয়ার পরেই নতুন ব্লক ও শহর কমিটি গঠন করেন অর্পিতা । বিভিন্ন পদ থেকে সরাতে থাকেন বিপ্লব অনুগামীদের । এদিকে বিরোধী শূন্য তৃণমূল পরিচালিত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় থেকে শুরু করে অধিকাংশ কর্মাধ্যক্ষ ও সদস্যরা সকলেই বিপ্লব মিত্রর অনুগামী বলে পরিচিত । তাই বিপ্লব মিত্রকে জেলা তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়াটা মেনে নিতে পারেননি তাঁরাও । সম্প্রতি দলের জেলা সভাপতি অর্পিতার ডাকা বৈঠকে উপস্থিত ছিলেন না এদের কেউই ।
এই সংক্রান্ত আরও খবর :দ্বন্দ্ব ভুলে অর্পিতার হয়ে ভোট প্রচারে নামছেন বিপ্লবের