পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 2 লাখ BJP নেতার, তৃণমূলে প্রত্যাবর্তনের ইঙ্গিত ? - corona relief fund

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই লাখ টাকা অনুদান দিলেন BJP নেতা বিপ্লব মিত্র । কোনও রাজনৈতিক নেতা নন বরং নিজেকে সাধারণ নাগরিক হিসেবে এই টাকা তিনি অনুদান দিয়েছেন বলে জানান ।

aa
বিপ্লব মিত্র

By

Published : Apr 1, 2020, 8:03 PM IST

গঙ্গারামপুর, 1 এপ্রিল: কোরোনা আক্রান্তদের সাহায্য়ের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দু'লাখ টাকা অনুদান দিলেন দক্ষিণ দিনাজপুর জেলা BJP-র নেতা বিপ্লব মিত্র । আজ গঙ্গরামপুরে একটি ব্যাঙ্ক থেকে চেকের মাধ্যমে এই টাকা দান করেন তিনি । কোনও রাজনীতিক নন, বরং একজন সাধারণ নাগরিক হিসেবে সামাজিক দায়বদ্ধতা থেকে তাঁর এই অনুদান বলে জানিয়েছেন ।

রাজ্যে কোরোনা মোকাবিলায় এগিয়ে আসছেন একের পর এক নেতা-নেত্রী থেকে সাধারণ মানুষ । মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করছেন যে যার সাধ্যমতো । তবে BJP নেতা-নেত্রীদের কাউকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিতে দেখা যায়নি । তাঁরা অনুদান দিচ্ছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে । আর এখানেই মাথা চাড়া দিচ্ছে নতুন প্রশ্ন । কারণ এই বিপ্লব মিত্র এক সময় দক্ষিণ দিনাজপুরের জেলা তৃণমূল সভাপতি ছিলেন । তারপর দল বদল করে BJP-তে যোগ দেন । সেই তিনিই আবার মুখ্যমন্ত্রীর প্রচেষ্টাকে সফল করতে সাহায্যের হাত বাড়ানোয় তা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে।

BJP নেতা বিপ্লব মিত্র গত লোকসভা ভোট পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি ছিলেন । তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ লোকসভা ভোটে হেরে যাওয়ার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিপ্লব মিত্রকে সরিয়ে জেলা সভাপতি করেন অর্পিতা ঘোষকে । এরপর জেলা পরিষদের এক ঝাঁক সদস্যকে নিয়ে বিপ্লব মিত্র যোগ দেন BJP-তে । পরবর্তীকালে জেলা পরিষদের সদস্যদের 11জন তৃণমূলে ফিরে এলেও বিপ্লববাবু থেকে যান BJP-তে । যদিও এই ঘটনার পর BJP-তে তিনি এক ঘরে হয়ে পড়েন বলে শোনা যায় ।

কিছুদিন আগে বুনিয়াদপুরে এক দলীয় সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিপ্লব মিত্রের নাম না করেই জানিয়ে দেন তাঁকে আর দলে নেওয়া হবে না । এদিকে জেলার রাজনৈতিক মহলের গুঞ্জন বিপ্লব মিত্র নাকি পুনরায় তৃণমূলে যোগ দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন । মুখ্যমন্ত্রীর প্রশংসা করে, তাঁর ত্রাণ তহবিলে দু'লাখ টাকা দান করে এবং নিজেকে সাধারণ নাগরিক বলে তুলে ধরার যে চেষ্টা তা নাকি আবার তৃণমূলে যোগের জন্য । তবে গুঞ্জন উড়িয়ে বিপ্লব মিত্রের বক্তব্য, "আমি রাজ্যের সাধারণ নাগরিক হিসেবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছি । এই অনুদান একজন মানুষের উপকারে লাগলেও তা আমার সাফল্য ।"

ABOUT THE AUTHOR

...view details