পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাটে জোটের প্রচার গতি বাড়াতে হাল্লা এক্সপ্রেস

মঙ্গলবার বালুরঘাট শহরে বামফ্রন্ট প্রার্থী সুচেতা বিশ্বাসের সমর্থনে মোট তিনটি জায়গায় পথসভা করে হাল্লা এক্সপ্রেস ।

বালুরঘাটে জোটের প্রচারে হাল্লা এক্সপ্রেস
বালুরঘাটে জোটের প্রচারে হাল্লা এক্সপ্রেস

By

Published : Apr 21, 2021, 12:48 PM IST

বালুরঘাট, 21 এপ্রিল : নির্বাচনের আগে ছুটে চলেছে হাল্লা গাড়ি এক্সপ্রেস ৷ "ফেরাতে হাল আনতে হবে লাল" আবার কখনো বা “লাল ফেরাও হাল ফেরাও”! এই স্লোগান নিয়ে পথনাটিকার মধ্য দিয়ে ভোট প্রচারে বামেদের হাল্লা এক্সপ্রেস । একাধিক পথসভার মধ্যে পথনাটিকা করছে বালুরঘাটের বাম সংগঠনের যুবক-যুবতিরা ।

বামফ্রন্টের সমস্ত ছাত্র, যুব এবং গণনাট্য সংঘের উদ্যোগে এই হাল্লা এক্সপ্রেস অনুষ্ঠিত করা হচ্ছে বালুরঘাট শহরের মোড়ে মোড়ে । বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী সুচেতা বিশ্বাসের হয়ে প্রচার চালাচ্ছে হাল্লা এক্সপ্রেস । বিগত 10 বছরের তৃণমূল সরকার এবং সোনার বাংলা গড়ে তোলার দাবি রাখা বিজেপিকে কটাক্ষ করে তাদের এই পথনাটিকা । মূল দাবি বন্ধ হয়েছে এসএসসি তা ফিরিয়ে দিতে হবে । তাছাড়াও এলাকায় বহু অসামাজিক কাজকর্ম বেড়েছে বলে দাবি বামফ্রন্টের হাল্লা এক্সপ্রেসের । তাদের এই দাবিগুলিই নাট্যরূপ নেয় হাল্লা গাড়িতে । সমাজের বহু ঘটনার ঝলক নজরে আসছে তাদের পথনাটিকায় । মঙ্গলবার বালুরঘাট শহরে বামফ্রন্ট প্রার্থী সুচেতা বিশ্বাসের সমর্থনে মোট তিনটি জায়গায় পথসভা করে হাল্লা এক্সপ্রেস ।

বালুরঘাটে জোটের প্রচারে হাল্লা এক্সপ্রেস

আরও পড়ুন : আইএসআই-এর সঙ্গে কথা, বিরোধীদের সঙ্গে কেন নয় ; কেন্দ্রকে তোপ প্রিয়াঙ্কার


বাড়ছে করোনার সংক্রমণ, কিন্তু থেমে নেই ভোটপ্রচার । তবে বড় বড় জনসভার মধ্যে দিয়ে নয়, ছোট ছোট পথসভার মধ্য দিয়েই চলছে বামফ্রন্টের ভোট প্রচার । বড় হোক আর ছোট করোনা সংক্রমণ বৃদ্ধি হতে পারে যে কোনও জায়গা থেকেই । তবে সামাজিক দূরত্ব বজায় রেখে করা হয় এদিনের এই পথসভাটি, বলে দাবি হাল্লা এক্সপ্রেসের সদস্য হারান মজুমদারের ।

ABOUT THE AUTHOR

...view details