কুমারগঞ্জ, 13 এপ্রিল : দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভার নির্বাচনী প্রচারে অধীর চৌধুরী । মঙ্গলবার কুমারগঞ্জের চাঁদগঞ্জে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী নার্গিস বানু চৌধুরীর প্রচারে আসেন তিনি ।
সেখানে আয়োজিত জনসভা থেকে কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীর চৌধুরী শীতলকুচি ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে যাওয়ার কথা ঘোষণা করলেন । সঙ্গে রাজ্যজুড়ে বিজেপি নেতাদের অকথা-কুকথা বলার বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানালেন ৷ বললেন, ‘‘মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এই বিজেপি নেতাদের গ্রেফতার করুন ৷ প্রয়োজন পড়লে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই অর্থে সমর্থন করবে ।’’
কুমারগঞ্জের চাঁদগঞ্জের মাঠে আজকের এই জনসভায় কংগ্রেসের অধীর চৌধুরী, বামফ্রন্টের তরফে আরএসপি-র রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী, সিপিআইএম-এর জেলা সম্পাদক নারায়ণ বিশ্বাস, কংগ্রেস জেলা সভাপতি অঞ্জন চৌধুরী-সহ জেলার নেতৃত্ব উপস্থিত ছিলেন ৷
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধীর চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, ‘‘গান্ধি মূর্তির পাদদেশে বসে নাটক না করে, যাঁরা বলেছেন শীতলকুচি ঘটনা আরও ঘটবে, তাঁদের গ্রেফতার করুন সাহস থাকলে৷ আমরা পাশে আছি ।’’
শীতলকুচি ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টে মামলার ঘোষণা অধীর চৌধুরীর অপরদিকে কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীর বক্তব্যের পাল্টা বক্তব্য দিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার । সুকান্ত মজুমদার বলেন, ‘‘এর আগে আমরা অধীর চৌধুরীকে দেখেছি রাজ্যে কোনও অন্যায় হলে তার নিরপেক্ষ প্রতিবাদ করতে । কিন্তু জোটের কারণে মনে হচ্ছে এটা অধীর চৌধুরী নয়, অধীর চৌধুরীর মুখ দিয়ে ভাইজানের কথা ।’’
আরও পড়ুন :ভবিষ্যতে তো রাস্তায় বসতে হবে, প্র্যাকটিশ করুন, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সুজনের
পাশাপাশি অধীর চৌধুরীর শীতলকুচির ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে মামলা করার যে কথা বলেছেন, তা নিয়ে সুকান্তবাবু বলেন, ‘‘অধীরবাবু করতেই পারেন। তবে অধীরবাবু চারজনের কথা বললেও, একই জায়গায় আনন্দ বর্মনের মৃত্যুর বিষয়ে নীরব কেন ? মুখ দিয়ে ভাইজানের কথা বের হচ্ছে ।’’