বালুরঘাট, 14 এপ্রিল : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথের নির্বাচনী জনসভা বাতিল হল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে । তবে জনসভায় আসবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও অভিনেত্রী তথা বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পায়েল সরকার। বুধবার সাংবাদিক বৈঠক করে জানাল জেলা বিজেপি ।
আগামিকাল, 15 এপ্রিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথের বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জনসভা করার কথা ছিল । এদিন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির তরফে জানানো হয়, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের কয়েক জন করোনা সংক্রমিত হওয়ায় যোগী কোয়ারিন্টিনে রয়েছেন । সেই কারণে তাঁর দফতর থেকে জানানো হয়, তিনি জনসভায় বালুরঘাটে আসতে পারবেন না ।