পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাকা রাস্তার দাবিতে ভোট বয়কট তপনের ছোটদেওরা গ্রামের ভোটারদের

পাকা রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন তপন বিধানসভা কেন্দ্রের 400 ভোটার ৷ বালুরঘাট শহর সংলগ্ন ছোটদেওরা গ্রামের বাসিন্দারা গ্রামের কাঁচা রাস্তার উপরেই বিক্ষোভ দেখান ৷ তাঁদের দাবি, পাকা রাস্ত হলেই ভোট দেবেন তাঁরা ৷

bengal-election-2021-voters-of-chhotadeora-village-boycott-their-vote-for-demanding-paved-roads-in-tapan-assembly
পাকা রাস্তার দাবিতে ভোট বয়কট তপনের ছোটদেওরা গ্রামের ভোটারদের

By

Published : Apr 26, 2021, 2:39 PM IST

তপন (দক্ষিণ দিনাজপুর), 26 এপ্রিল : ঢালাই সেতু ও পাকা রাস্তার দাবিতে ভোট বয়কট করল তপন বিধানসভার ছোটদেওয়া গ্রামের ভোটাররা ৷ আজ সপ্তম দফার ভোটগ্রহণ পর্ব চলছে ৷ সেই ভোট বয়কটের ডাক দিয়েছে তপন বিধানসভা কেন্দ্রের বালুরঘাট শহর সংলগ্ন ছোটদেওরা গ্রাম ৷ গ্রামবাসীদের অভিযোগ, তাঁদের শহরে যেতে হলে খানা খন্দ ভরা মাটির রাস্তা দিয়ে যেতে হয় ৷ তাই এবার আগে রাস্তা না হলে, তাঁরা ভোট দেবে না বলে জানিয়েছেন ৷

বালুরঘাট শহর সংলগ্ন ছোটদেওরা গ্রামের একদিক দিয়ে গিয়েছে কাশিয়াখাড়ি নদী এবং অন্যদিকে রয়েছে দোগাছি ফরেস্ট ও বালুরঘাট শহরের সঙ্গে যোগযোগের একমাত্র পাকা রাস্তা ৷ কিন্তু, শহরে যাওয়ার সেই রাস্তায় উঠতে হলে প্রায় 2 কিলোমিটার ঘুর পথে কাঁচা রাস্তা দিয়ে যেতে হয় গ্রামবাসীদের ৷ দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে ওই এলাকায় পাকা রাস্তা তৈরির দাবি জানালেও তা মানা হয়নি ৷ তাই এবার ভোট বয়কটের ডাক দিলেন তপন বিধানসভা কেন্দ্রের ছোটদেওরা গ্রামের বাসিন্দারা ৷

পাকা রাস্তার দাবিতে ভোট বয়কট তপনের ছোটদেওরা গ্রামের ভোটারদের

আরও পড়ুন : আউশগ্রামের আমানিডাঙা গ্রামে রাস্তার দাবিতে ভোট বয়কট

ওই গ্রামে প্রায় 400 ভোটার রয়েছেন ৷ তাঁরা আজ গ্রামের ওই কাঁচা রাস্তায় গাছের গুড়ি ফেলে বিক্ষোভ দেখান ৷ সেই সঙ্গে চলে ভোট বয়কটের স্লোগান ৷

ABOUT THE AUTHOR

...view details