তপন, 22 এপ্রিল : রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ 10 হাজারের উপর দিয়ে যাচ্ছে ৷ মৃত্যুও বাড়ছে ৷ ভ্যাকসিন অপ্রতুল বলে মাঝেমধ্যেই অভিযোগ তুলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ ফের একবার নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিস্ফোরক মমতা ৷ নরেন্দ্র মোদি নাকি করোনার টিকা লুকিয়ে রেখেছিলেন ৷ তপনের জনসভা থেকে আজ এইভাবেই নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো ৷
রাজ্যে যে হারে করোনা ফের লাগামছাড়া হতে শুরু করেছে, তাতে শেষ দফার ভোটগুলিতে করোনার সংক্রমণ আর টিকাকরণের মতো ইস্যুগুলি বাড়তি গুরুত্ব পাচ্ছে ৷ আজ তপনের সভা থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য নরেন্দ্র মোদির সরকারের ব্যর্থতাকে দায়ি করলেন তিনি ৷ বললেন, "এই করোনা (দ্বিতীয় ঢেউ) নরেন্দ্র মোদির অবদান ৷ "
মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদির উদ্দেশে বলেন, "তুমি করোনার ভ্যাকসিন লুকিয়ে রেখেছিলে ৷ আর আমাদের কিনতে দাওনি ৷ আমাদের বলে দিয়েছিল, কোনও রাজ্য পারবে না কেন্দ্রের অনুমতি ছাড়া ৷ তাই আজকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে ৷ এই কোভিডটা নরেন্দ্র মোদির অবদান ৷ তাই আজ মানুষ মারা যাচ্ছেন ৷"