হরিরামপুর, 21 এপ্রিল : হরিরামপুরে জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন হরিরামপুর এলাকার একটি স্কুলের মাঠে হরিরামপুর বিধান সভার তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । জনসভায় ভিড় ছিল চোখে পড়ার মতো ৷ তবে এই করোনা পরিস্থিতেও বেশিরভাগ কর্মী সমর্থকদেরই দেখা গেল মাস্ক ছাড়া ৷
ভোটের রাজনীতির উত্তাপ বর্তমানে চরমে ৷ দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী বিপ্লব মিত্রের নির্বাচনী প্রচারে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন হরিরামপুর এএসডিএম উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কর্মসূচি শুরু করার পূর্বে শঙ্খ ঘোষের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন । তিনি বলেন আগামীতে তৃণমূল সরকার ক্ষমতায় এলে নাট্য সংস্কৃতির শহর বালুরঘাটে বালুছায়া নামে একটি প্রতিষ্ঠান নির্মাণ করা হবে ।
বর্তমানে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার ফলে আগামী তিন দফার নির্বাচন দুই দফায় করার জন্য তিনি দেশের নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন ৷ কিন্তু তাঁর অভিযোগ, কেন্দ্র সরকারের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন সে বিষয়ে কোনও সাড়া দেননি । তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে করোনার প্রকোপ কমে গিয়েছিল কিন্তু বিজেপির বিভিন্ন নেতা সহ প্রচুর মানুষের রোজ আসা যাওয়ার কারণে করোনার প্রকোপ বাংলায় বৃদ্ধি পাচ্ছে ।