পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিদির গুন্ডাদের ভয় পাবেন না, বুনিয়াদপুরের সভায় মন্তব্য শাহের - amit shah's public meeting

বৃহস্পতিবার বুনিয়াদপুর ফুটবল মাঠে ছিল অমিত শাহ নির্বাচনী সভা । দ্বিতীয় ঢেউয়ের করোনা বিধি ও সামাজিক দূরত্ব মেনে 500 জন কর্মী-সমর্থকদের নিয়ে ভার্চুয়াল জনসভা করেন বুনিয়াদপুর ফুটবল মাঠে ।

amit shah
amit shah

By

Published : Apr 22, 2021, 9:34 PM IST

বংশীহারি, 22 এপ্রিল : দিদির গুন্ডাদের আর ভয় পাবেন না । আমি আশ্বাস দিচ্ছি দিদির গুন্ডারা আপনাদের একটি চুলও বাঁকা করতে পারবে না । দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে জনসভায় এসে একথা বললেন অমিত শাহ ৷ 25 মিনিটের বক্তব্যে সপ্তম ও অষ্টম দফায় নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি ৷

বৃহস্পতিবার বুনিয়াদপুর ফুটবল মাঠে ছিল অমিত শাহ নির্বাচনী সভা । দ্বিতীয় ঢেউয়ের করোনা বিধি ও সামাজিক দূরত্ব মেনে 500 জন কর্মী-সমর্থকদের নিয়ে ভার্চুয়াল জনসভা করেন । মঞ্চে উঠে তিনি বলেন, ‘‘ভারতীয় জনতা পার্টির সংকল্পই হল বাংলাকে রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়া । আমরা রাজবংশী, মতুয়া সমাজকে নাগরিকত্ব দেবার কথা বলি । আর দিদি বলছেন, সিএএ হলে তাঁরা নাগরিকত্ব পাবেন না । দিদি তাঁদের ভুল বোঝাচ্ছেন ৷’’

তিনি আরও বলেন, "34 বছর বামফ্রন্ট, তৃণমূল রাজ্য শাসন করেছে । উত্তরবঙ্গে কোনও উন্নয়ন করেনি কোনও দল । আমাদের সরকার 2 মে'র পর তৈরি হলে কলকাতা থেকে শিলিগুড়ি 675 কিলোমিটার রাস্তা তিন ঘণ্টায় পৌঁছানোর ব্যবস্থা করব । জলপাইগুড়ি থেকে চোপড়া পর্যন্ত রাস্তা করা হবে । তাতে 90 কিলোমিটার রাস্তা কমে যাবে । মালদা ও বালুরঘাট বিমান বন্দরকে সংস্কার করে বিমান পরিষেবা চালু করা হবে । শিলিগুড়িতে আইটি পার্ক তৈরি, এইমস সহ শিলিগুড়িতে মেট্রো স্থাপন করা হবে ।" ঠাকুর পঞ্চানন বর্মার জন্য সংগ্রহশালা, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, মর্ডান লজিস্টিক পার্ক ও উত্তরবঙ্গের পর্যটন ব্যবস্থার উন্নতিরও কথা বলেন শাহ ।

বুনিয়াদপুরের সভায় অমিত শাহ

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর মুখে দাঙ্গার কথা মানায় না, তোপ মমতার

তাঁর আশ্বাস, 2-রা মে-র পর প্রত্যেক কিষাণ ভাইদের অ্যাকাউন্টে 18 হাজার টাকা দেওয়া হবে। বাংলার গরিবদের 5 লাখ টাকা স্বাস্থ্যের জন্য খরচ করবেন । শিশুদের খরচ মোদি সরকারের । বাংলার মহিলাদের সমস্ত যানবাহনে যাতায়াত বিনামূল্যে করা হবে । এছাড়াও ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা ছাড়াও একগুচ্ছ প্রকল্পের কথা তুলে ধরেন তিনি । সবশেষে সোনার বাংলা নির্মাণ করতে মোদির হাত শক্ত করার আবেদন জানান শাহ ।

ABOUT THE AUTHOR

...view details