বালুরঘাট, 14 জুলাই: ভারত-বাংলা সীমান্তে কাঁচের জার ভরতি সাপের বিষ উদ্ধার করলেন বিএসএফ জওয়ানরা। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের উত্তর আগ্রা বিওপি এলাকা থেকে উদ্ধার হয়েছে মূল্যবাণ এই বিষ ৷ আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য প্রায় 12 কোটি টাকা ৷ যদিও এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেননি জওয়ানরা।
জানা গিয়েছে, গোপনসূত্রে খবর পেয়ে বিপি নং- 288/82-এস এলাকায় বন্য ঘাসের মধ্যে উত্তর আগ্রার বিএসএফ জওয়ানরা অভিযান চালান। দীর্ঘ কয়েক ঘণ্টা অনুসন্ধানের সময়, দলটি বন্য ঘাস থেকে তরল আকারে একটি সন্দেহজনক কাঁচের জার উদ্ধার করে। জারটি বাংলাদেশ পত্রিকা দিয়ে মোড়ানো ছিল। জারের উপরের দিকে 'মেড ইন ফ্রান্স' কোড- 6097 হিসাবে চিহ্নিত এবং '01' নমুনা ট্যাগ দিয়ে সোনার চেনের সঙ্গে বাঁধা ছিল। জারের গায়ে লেখা থেকে জানা গিয়েছে, সেটাতে সাপের বিষ রয়েছে ৷ এরপরে আশেপাশে পাচারকারী লুকিয়ে রয়েছে কি না, তা জানতে তল্লাশিও চালান জওয়ানরা ৷ তারপরেই জারটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।