পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে জুটছে না খাবার, অনাথদের খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য তৃণমূলের - বংশীহারির তিন অনাথকে সাহায্য ব্লক তৃণমূলের

অনাথ । সাধারণত অন্যদের সাহায্যের উপরই কোনওমতে দিন কাটায় তারা । কিন্তু লকডাউনে জুটছে না কোনও সাহায্যই । তাই বংশীহারির অনাথ তিন ভাই-বোনের দিকে সাহায্যের হাত বাড়াল ব্লক তৃণমূল কংগ্রেস ।

Orphan of Banshihari
বংশীহারির অনাথ শিশুরা

By

Published : Apr 23, 2020, 11:15 AM IST

বংশীহারি, 23 এপ্রিল : মা মারা গেছেন । বাবাও নিখোঁজ । তাই মামার বাড়িতে কোনওরকমে অন্যদের থেকে সাহায্য চেয়ে দিন কাটে তাদের । কিন্তু লকডাউনে সেই সাহায্যের পথও বন্ধ হয়ে গেছে । ফলে কখনও আধপেটা, কখনও না খেয়ে দিন কাটাতে হচ্ছে । খবর পেয়ে এই অনাথদের দিকে সাহায্যের হাত বাড়াল বংশীহারি ব্লক ত়ৃণমূল । তাদের হাতে তুলে দিল খাদ্যসামগ্রী ।

বংশীহারি ব্লকের ঘাষিপুর এলাকায় মামার বাড়িতে থাকে অনাথ দুই বোন ও ভাই । নাম পানমণি, সুরজমণি ও প্রসেনজিৎ মার্ডি । মা বাহামণি হেমব্রম বছর খানের আগে মারা গেছে । বাবা তপন মারডি অনেকদিন থেকে নিখোঁজ । তাই অন্যদের সাহায্যের উপরই বেঁচে থাকতে হয় এই তিন অনাথকে । কিন্তু লকডাউনে সেই সাহায্যটুকুও জুটছে না । কখনও কখনও না খেয়েও থাকতে হচ্ছে । এই তিন অনাথকে সাহায্যের জন্য এগিয়ে আসে বংশীহারি ব্লক তৃণমূল । গতকাল তাদের হাতে চাল, আলু-সহ অন্যান্য খাদ্যসামগ্রী তুলে দেয় ।

খাদ্যসামগ্রী পেয়ে খুশি ওই তিন অনাথ । একইসঙ্গে গতকাল তারা জেলা প্রশাসনের কাছে সরকারি সাহায্যেরও আর্জি জানায় । ক্লাস সেভেনে পড়া পানমণি বলে, "আমার মা-বাবা কেউ নেই । ছোটো থেকে মামার কাছে আছি আমরা তিনজন । ঠিকমতো খাবার জোটে না । তাই যদি সরকারি সাহায্য পেতাম তাহলে ভালো হত ।"

দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক সরফরাজ় আলি জানান, "ঘাষিপুরের তিন অনাথের হাতে ব্লক তৃণমূলের তরফে প্রায় সাত কেজি চাল, সরষের তেল, সাবান, বিস্কুট, সয়াবিন-সহ অন্যান্য খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে । আগামী দিনেও আমাদের তরফে ওদের সাহায্য করা হবে । সরকারি সাহায্যেরও ব্যবস্থা করা হবে ।"

ABOUT THE AUTHOR

...view details