বংশীহারি, 23 এপ্রিল : মা মারা গেছেন । বাবাও নিখোঁজ । তাই মামার বাড়িতে কোনওরকমে অন্যদের থেকে সাহায্য চেয়ে দিন কাটে তাদের । কিন্তু লকডাউনে সেই সাহায্যের পথও বন্ধ হয়ে গেছে । ফলে কখনও আধপেটা, কখনও না খেয়ে দিন কাটাতে হচ্ছে । খবর পেয়ে এই অনাথদের দিকে সাহায্যের হাত বাড়াল বংশীহারি ব্লক ত়ৃণমূল । তাদের হাতে তুলে দিল খাদ্যসামগ্রী ।
বংশীহারি ব্লকের ঘাষিপুর এলাকায় মামার বাড়িতে থাকে অনাথ দুই বোন ও ভাই । নাম পানমণি, সুরজমণি ও প্রসেনজিৎ মার্ডি । মা বাহামণি হেমব্রম বছর খানের আগে মারা গেছে । বাবা তপন মারডি অনেকদিন থেকে নিখোঁজ । তাই অন্যদের সাহায্যের উপরই বেঁচে থাকতে হয় এই তিন অনাথকে । কিন্তু লকডাউনে সেই সাহায্যটুকুও জুটছে না । কখনও কখনও না খেয়েও থাকতে হচ্ছে । এই তিন অনাথকে সাহায্যের জন্য এগিয়ে আসে বংশীহারি ব্লক তৃণমূল । গতকাল তাদের হাতে চাল, আলু-সহ অন্যান্য খাদ্যসামগ্রী তুলে দেয় ।