পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cough Syrup Recovery: 7 লক্ষ টাকার নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার - Banned Cough Syrup Recovery

সীমান্তে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ ফেনসিডিল। উদ্ধার হওয়া এই কাফ সিরাপের মূল্য় কয়েক লক্ষ টাকা ৷ (Banned Cough Syrup Recovery)

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 25, 2023, 11:11 PM IST

বালুরঘাট, 25 মার্চ: আবারওসীমান্তে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ বা ফেনসিডিল। শনিবার ভোররাতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার দুর্গাপুর বিওপি এলাকা থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ৷ সূত্রে খবর, উদ্ধার হওয়া এই কাফ সিরাপের মূল্য় কয়েক লক্ষ টাকা ৷

গোপন সূত্রে খবর পেয়ে 137 নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা দুর্গাপুর এলাকার সীমান্তে অভিযান চালায় ৷ সেই তল্লাশি অভিযানেই তিন হাজার 400 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয় ৷ যার বাজার মূল্য প্রায় 7 লক্ষ টাকা (Banned Cough Syrup Recovery) ৷ যদিও এই ঘটনায় বিএসএফ এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। এদিন দুপুরে বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফ সিরাপগুলি বালুরঘাট থানার হাতে তুলে দেওয়া হয়। কাফ পাচার চক্রে কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে বিএসএফ এবং বালুরঘাট থানার পুলিশ।

আরও পড়ুন:এই প্রথম নয়, আগেও গ্রেফতার হয়েছেন ওএমআর শিট কারচুপিতে অভিযুক্ত নীলাদ্রি

এই প্রথম নয় ৷ পুলিশ সুত্রে খবর, এর আগেও দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে একাধিকবার এই নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে। শনিবার বালুরঘাট থানা এলাকা থেকে ফের উদ্ধার হল এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ৷ বেশ কিছুদিন আগে হরিরামপুর থানার মেহেন্দি পাড়া এলাকায় রাত্রিকালীন বাসের ভেতর থেকে এক লক্ষ টাকার ফেনসিডিল উদ্ধার করে হরিরামপুর থানার পুলিশ। তবে বেশ কিছুদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলায় হামেশাই এই নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করছে বিএসএফ সহ বিভিন্ন থানার পুলিশকর্মীরাও।

গত জানুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন বর্ডার এলাকায় প্রচুর পরিমাণে কাফ সিরাপ উদ্ধার হওয়ায় চিন্তিত জেলা পুলিশ প্রশাসন। সেই কারণে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বর্ডার এলাকায় কঠোরভাবে নজরদারি চালানোর জন্য বিএসএফ কর্তৃপক্ষর সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে। আগামীতে বিভিন্ন বিওপি গুলোতে কাফ সিরাপ পাচার যাতে বন্ধ হয় সেই দিকেও সতর্ক নজর রাখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। জেলা পুলিশ সুপার রাহুল দে বলেন, "বিভিন্ন বিওপিগুলিতে আমাদের বিভিন্ন থানার পক্ষ থেকে বিওপি কর্তাদের সঙ্গে কথা বলে যে সমস্ত লোকজন এই পাচারের সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে অতিসত্বর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details