বালুরঘাট, 14 মে : চিকিৎসা করাতে এসে ভারতে আটকে পড়া এক বাংলাদেশি নাগরিক বাড়ি ফিরতে দ্বারস্থ হলেন জেলাশাসকের । বেঙ্গালুরু থেকে জেলায় ফেরার পর ওই বাংলাদেশি নাগরিককে পাঠানো হল আইসোলেশন সেন্টারে । এমনকী তাঁর সোয়াব টেস্টের জন্য নমুনা সংগ্রহ করতে চলেছে জেলা স্বাস্থ্য বিভাগ । ওই ব্যক্তিকে বাড়ি পাঠাতে বাংলাদেশি হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ করেছে জেলা প্রশাসন ।
আবুল কালাম আজাদ নামে ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার শাহানাবাদ এলাকায় । 15 ফেব্রুয়ারি এদেশে পেটের চিকিৎসা করাতে আসেন । চিকিৎসা করাতে বেঙ্গালুরুতে গিয়েছিলেন । সেখানে তাঁর অস্ত্রোপচার হয় । 3 মাসের ভিসার মেয়াদ শেষ হয়েছে আগামীকাল । কিন্তু, চিকিৎসা শেষ হতেই শুরু হয় লকডাউন । ফলে দীর্ঘদিন সেখানে আটকে ছিলেন তিনি । অবশেষে লকডাউন কিছুটা শিথিল ও ট্রেন চলাচল করা শুরু করলে গতকাল দুপুরে বালুরঘাটে এসে পৌঁছান ওই ব্যক্তি । বাড়ি ফিরতে আজ হিলি চেকপোস্টে যান তিনি । হিলি চেকপোস্টে গেলে সেখানকার আধিকারিকরা জানান, তাঁকে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে । এরপর তিনি বালুরঘাটে জেলাশাসকের দপ্তরে আসেন । এখানে সব কিছু শোনার পরই খবর দেওয়া হয় স্বাস্থ্যকর্মীদের । পরে তাঁকে বালুরঘাটে আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয় ।