বালুরঘাট, ২৮ জুন : দু'দিন হয়ে গেলেও এখনও খোঁজ নেই বালুঘাটের নিখোঁজ ছাত্রী কৃতিজা সাহার । বুধবার স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে আর বাড়ি ফেরেনি সে । সেদিন বিকেলে বালুরঘাট থানায় নিখোঁজ ডায়েরি করেন কৃতিজার বাবা বৈদ্যনাথ সাহা । এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও রকম আশার আলো দেখতে পায়নি সাহা পরিবার । এদিকে মেয়ে বাড়ি না ফেরায় ভেঙে পড়েছেন বকুল ভৌমিক ।
গত বুধবার দুপুরে অচেনা নম্বর থেকে ফোন আসে বৈদ্যনাথবাবুর কাছে । তিনি শুনতে পান অপর প্রান্ত থেকে কৃতিজা বলছে, 'বাবা আমাকে কয়েকজন ছেলে মিলে তুলে নিয়ে যাচ্ছে' । এরপরই কেটে যায় ফোন । তারপর থেকেই বন্ধ ওই নম্বরটি । হাজার চেষ্টা করেও আর মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বৈদ্যনাথবাবু । তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে কি না তা নিয়েও ধন্দে তিনি । বৈদ্যনাথবাবু জানান, তাঁর কাছে মুক্তিপণ চেয়ে কোনও ফোন আসেনি, ফলে বুঝতে পারছেন না কৃতিজা আদৌ অপহরণ হয়েছে কি না ।