বালুরঘাট, 28 জুলাই : বালুরঘাট রামকৃষ্ণ সারদা মিশনে হানা দিয়ে কেটে ফেলা 22টি মূল্যবান গাছ বাজেয়াপ্ত করল বন বিভাগ । অনুমতি ছাড়াই মূল্যবান গাছগুলি কাটা হয়েছে বলে অভিযোগ । ঘটনায় মিশন কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বালুরঘাট রেঞ্জের বন আধিকারিক ।
বালুরঘাট শহরের সাহেব কাছারির শালপাড়া এলাকায় রয়েছে রামকৃষ্ণ সারদা মিশন । উঁচু পাঁচিল ঘেরা সেই মিশনের ভেতরে বিনা অনুমতিতে গাছ কাটা হচ্ছে বলে খবর পায় বন বিভাগ । এরপরেই মিশনে হানা দেন বনকর্মীরা । বনকর্মীদের দেখেই সেখান থেকে পালিয়ে যায় কাঠ কারবারিরা । কাটা অবস্থায় উদ্ধার হয় 15টি জারুল, 5টি অর্জুন, 1টি পিঠাই এবং 1টি কৃষ্ণচূড়া গাছ । বাজেয়াপ্ত করা গাছের দাম ভারতীয় মুদ্রায় প্রায় লক্ষাধিক টাকা ।
গাছ কাটার বিষয়ে মিশনের মাদার গৌতম প্রাণা বলেন, "বন বিভাগ থেকে আমাদের ৫৪টি চারা গাছ দেওয়া হয়েছে । তাই আমরা এই অকেজো গাছগুলো কেটে সেখান ওই চারা গাছ লাগাতাম । বন বিভাগকে জানিয়েওছিলাম । তাদের অনুমতি নিয়েই গাছ কাটানো হচ্ছে । "
এদিকে বনকর্মী কৃষ্ণপদ রায় বলেন, "অবৈধভাবে গাছগুলি কাটা হয়েছে । মিশন উঁচু পাচিল দিয়ে ঘেরা তাই ভেতরে যে গাছ কাটা হচ্ছে তা বাইরে থেকে শোনা যায়নি । খবর পেয়ে এখানে এসে দেখি অনেক গাছ কাটা অবস্থায় পড়ে আছে । আমাদের আসার খবর পেয়ে কাঠ কারবারিরা। কাটা গাছগুলিকে বাজেয়াপ্ত করেছি । প্রথমে মাদারের সঙ্গে দেখা করেছিলাম । তিনি আমাদের বলেন তাঁদের কাছে গাছ কাটার অনুমতিপত্র আছে । যারা গাছ কাটছে অনুমতিপত্র তাঁদের কাছে রয়েছে । কিন্তু পরে দেখাতে পারেননি । "
বালুরঘাট বন বিভাগের রেঞ্জার আবদুর রেজ্জাক বলেন, "গাছ কাটার জন্য বন বিভাগ থেকে কোনও অনুমতি নেয়নি রামকৃষ্ণ সারদা মিশন । খবর পাওয়া মাত্র আমাদের কর্মীরা সেখানে যান । কাটা গাছগুলি উদ্ধার করা হয়েছে । ওই কাঠ কারবারি এবং আশ্রম কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয়েছে । গাছ কাটার বিষয়ে সদুত্তর না পেলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে । "