বালুরঘাট, 5 ডিসেম্বর : বালুরঘাটে পুলিশের সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষায় এক ভুয়ো পরীক্ষার্থীকে আটক করল পুলিশ (Balurghat police arrests a fake examinee in SI recruitment exam)। পাশাপাশি সঙ্গে উত্তরপত্র আনায় বালুরঘাট বিএড কলেজে আরেক পরীক্ষার্থীকেও আটক করেন তারা ।
রবিবার গোটা রাজ্যের মতই দক্ষিণ দিনাজপুর জেলাতেও পুলিশের এসআই পদে নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করা হয়েছিল । পরীক্ষাকেন্দ্রগুলিতে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা । দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরেই ছিল মোট 15টি পরীক্ষাকেন্দ্র ৷ এরই মধ্যে বালুরঘাট বিএড কলেজে পুলিশের হাতে আটক হন দুই পরীক্ষার্থী ৷ জানা গিয়েছে, এদের মধ্যে এক পরীক্ষার্থী অন্যজনের হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন এবং অন্যজনের সঙ্গে ছিল উত্তরপত্র ৷ কলেজের গেটে ঢোকার মুখেই তাঁদের আটক করে পুলিশ ৷