পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাট পৌরসভাকে "অনাথ আশ্রম" ঘোষণা BJP-র - বালুরঘাট পৌরসভা

অভিযোগ, দীর্ঘ 453 দিন ধরে বালুরঘাট পৌরসভায় চেয়ারম্যান ও কাউন্সিলর নেই ৷ এর ফলে বাসিন্দারা বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে ৷

Balurghat Municipality
বালুরঘাট পৌরসভাকে "অনাথ আশ্রম" ঘোষণা BJP - র

By

Published : Jan 19, 2020, 11:01 PM IST

বালুরঘাট, 19 জানুয়ারি : ব্যান্ড বাজিয়ে, আতসবাজি ফাটিয়ে বালুরঘাট পৌরসভাকে "অনাথ আশ্রম" ঘোষণা করল BJP ৷ আজ BJP-র শহর মণ্ডল কমিটির পক্ষ থেকে বালুরঘাট পৌরসভার সামনে অনাথ আশ্রম -এর ব্যানার ঝুলিয়ে ফিতে কেটে শুভ সূচনা করা হয় । কর্মসূচির নেতৃত্ব দেন BJP -র শহর মণ্ডল কমিটির সভাপতি সুমন বর্মণ ।

অভিযোগ, 453 দিন ধরে বালুরঘাট পৌরসভায় চেয়ারম্যান ও কাউন্সিলর নেই ৷ এর ফলে বাসিন্দারা বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে ৷ পৌরবাসীরা একরকম অনাথ হয়ে পড়েছেন ৷
প্রসঙ্গত, প্রায় দেড় বছর আগে বালুরঘাট পৌরসভার তৃণমূল বোর্ডের সময়সীমা পেরিয়ে গেছে । তারপর থেকেই পৌরসভায় প্রশাসক বসানো হয়েছে । তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের মেয়াদ 453 দিন আগেই শেষ হয়ে গেছে । এরপর মহকুমাশাসক ও তিনজনের পৌরবোর্ড কমিটির তত্ত্বাবধানেই চলছে বালুরঘাট পৌরসভার সমস্ত কাজকর্ম । সামনেই ভোট ৷ তার আগে সাধারণ মানুষকে বিষয়টি মনে করিয়ে দিতে আসরে নেমেছে BJP । দলের কর্মী-সমর্থকরা মিছিল করে ব্যান্ড পার্টি নিয়ে বালুরঘাট পৌরসভার সামনে এসে জমা হয় । সেখানে গেটের মধ্যে "অনাথ আশ্রম" লেখা একটি ফেস্টুন টাঙিয়ে দিয়ে ফিতে কাটেন টাউন BJP সভাপতি সুমন বর্মণ ৷

এবিষয়ে সুমন বর্মণ বলেন, "দীর্ঘ 453 দিন থেকে বালুরঘাট পৌরসভা অভিভাবকহীন । নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে । আজ আমরা ফিতে কেটে বালুরঘাট পৌরসভাকে অনাথ আশ্রম হিসাবে ঘোষণা করলাম । এছাড়াও পোস্ট কার্ডের মাধ্যমে আমরা জেলাশাসক ও পৌরপ্রশাসককে লিখিত অনুরোধ করেছি, তারা যেন সরকারিভাবে বালুরঘাট পৌরসভাকে অনাথ আশ্রম হিসেবে ঘোষণা করেন এবং প্রত্যেকটি পৌর নাগরিককে অনাথ প্রদানের সাথে সাথে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতার মতো অনাথ ভাতা দ্রুত চালু করেন । "

এবিষয়ে মহকুমাশাসক তথা পৌর প্রশাসক বিশ্বরঞ্জন মুখার্জি বলেন, তাঁদের কাছে BJP নেতৃত্বের কেউ আগে থেকে মিছিল অথবা কোনও কর্মসূচি করার অনুমতি নেয়নি । কোনওরকম নাগরিক পরিষেবাও ব্যাহত হয়নি । আর পৌরভোট কবে হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে । পৌরসভার সামনে যদি কোনওরকম বেআইনি ফেস্টুন লাগিয়ে থাকে । তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details