বালুরঘাট, 19 জানুয়ারি : ব্যান্ড বাজিয়ে, আতসবাজি ফাটিয়ে বালুরঘাট পৌরসভাকে "অনাথ আশ্রম" ঘোষণা করল BJP ৷ আজ BJP-র শহর মণ্ডল কমিটির পক্ষ থেকে বালুরঘাট পৌরসভার সামনে অনাথ আশ্রম -এর ব্যানার ঝুলিয়ে ফিতে কেটে শুভ সূচনা করা হয় । কর্মসূচির নেতৃত্ব দেন BJP -র শহর মণ্ডল কমিটির সভাপতি সুমন বর্মণ ।
অভিযোগ, 453 দিন ধরে বালুরঘাট পৌরসভায় চেয়ারম্যান ও কাউন্সিলর নেই ৷ এর ফলে বাসিন্দারা বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে ৷ পৌরবাসীরা একরকম অনাথ হয়ে পড়েছেন ৷
প্রসঙ্গত, প্রায় দেড় বছর আগে বালুরঘাট পৌরসভার তৃণমূল বোর্ডের সময়সীমা পেরিয়ে গেছে । তারপর থেকেই পৌরসভায় প্রশাসক বসানো হয়েছে । তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের মেয়াদ 453 দিন আগেই শেষ হয়ে গেছে । এরপর মহকুমাশাসক ও তিনজনের পৌরবোর্ড কমিটির তত্ত্বাবধানেই চলছে বালুরঘাট পৌরসভার সমস্ত কাজকর্ম । সামনেই ভোট ৷ তার আগে সাধারণ মানুষকে বিষয়টি মনে করিয়ে দিতে আসরে নেমেছে BJP । দলের কর্মী-সমর্থকরা মিছিল করে ব্যান্ড পার্টি নিয়ে বালুরঘাট পৌরসভার সামনে এসে জমা হয় । সেখানে গেটের মধ্যে "অনাথ আশ্রম" লেখা একটি ফেস্টুন টাঙিয়ে দিয়ে ফিতে কাটেন টাউন BJP সভাপতি সুমন বর্মণ ৷