পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি রুখতে বাড়ি বাড়ি পরিদর্শন সাংসদের

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি করছে তৃণমূল, এই অভিযোগ এনেছে BJP ৷ অভিযোগ অস্বীকার তৃণমূলের ৷

Balurghat municipal
সাংসদ সুকান্ত মজুমদার

By

Published : Feb 25, 2020, 11:18 PM IST

বালুরঘাট, 25 ফেব্রুয়ারি: বালুরঘাট পৌরসভার বিদায়ি তৃণমূল বোর্ড প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি করেছে । এই অভিযোগ উঠেছে ৷ দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রাক্তন ভাইস চেয়ারম্যান বেবি বর্মণসহ একাধিক তৃণমূল নেতার । সেই তথ্য প্রমাণ সহকারে মহকুমাশাসক থেকে জেলাশাসকের কাছে দিয়ে লিখিত অভিযোগ জানিয়েছে BJP-র বালুরঘাট শহর মণ্ডল কমিটি । গোটা ঘটনা খতিয়ে দেখতে আজ বালুরঘাট পৌরসভার দুটি ওয়ার্ড পরিদর্শন করেন সাংসদ সুকান্ত মজুমদার।

বালুরঘাট পৌরসভার 14 ও 15 নম্বর ওয়ার্ডে সাংসদের সঙ্গে হাজির ছিলেন শহর মণ্ডল কমিটির সভাপতি সুমন বর্মণসহ অন্য নেতৃত্ব । জানা গেছে, বালুরঘাট পৌরসসভার 14 নম্বর ওয়ার্ডের প্রাক্তন ভাইস চেয়ারম্যান বেবি বর্মণসহ 13 জন নেতা নেত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে । দু'দফায় অভিযোগ দায়ের হয়েছিল । প্রথম ধাপে বেবি বর্মণসহ 6 জন, দ্বিতীয় দফায় ফের 7 জন তৃণমূল নেতার নাম সামনে আনা হয় ।

এই বিষয়ে BJP সাংসদ সুকান্ত মজুমদার জানান, "প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে চরম দুর্নীতি করেছে তৃণমূল । এখানে এমনও মানুষ রয়েছে, যাদের বাড়ি ঘর দেখলে খুব দুঃখ লাগে । তাঁদের কাছে তৃণমূল নেতারা 30-40 হাজার টাকা চেয়েছে । টাকা দিতে না পারায় তাদের ঘর জোটেনি । অথচ দু'তলা বাড়ি থাকা সত্ত্বেও সেইসব মানুষদের ঘর দিয়েছে তৃণমূল নেতারা । এমন কী পৌরসভাও ঘরের তালিকা প্রকাশ্যে আনছেন না । বিশেষ সূত্র মারফত তাদের কাছে দুটি ওয়ার্ডের তালিকা রয়েছে । সেখানেই ধরা পড়েছে দুর্নীতি ।"

অন্যদিকে বালুরঘাট তৃণমূল টাউন সভাপতি সুভাষ চাকি বলেন, "আজ সুকান্তবাবু 14 ও 15 নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন। সামনের পৌরভোট নিয়ে সুকান্তবাবু ভয়ে রয়েছেন । কারণ, তাঁদের দলের অনেকেই আমাদের দলে চলে আসছে ৷ সেকারণে সুকান্তবাবু পাগলের প্রলাপ বকছেন ।"

প্রধানমন্ত্রীর আবাস যোজনার বিষয়ে বালুরঘাট পৌরসভার পৌরপ্রশাসক বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় বলেন, "আবাস যোজনার ঘরের দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত চলছে । আবাস যোজনার ঘরের তালিকা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা এক্তিয়ারের বাইরে । রাজ্যের সংশ্লিষ্ট দপ্তর থেকেই সেই তালিকা ওয়েবসাইটের পোর্টালে প্রকাশ করা হয়।"

ABOUT THE AUTHOR

...view details