পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোশাল মিডিয়ায় আপত্তিকর পোস্টে 6 TMCP ছাত্রের বিরুদ্ধে পালটা অভিযোগ সাংসদের

বেশ কিছুদিন ধরেই তৃণমূলের ছাত্র পরিষদের কিছু কর্মী সমর্থক তাঁর ছবিকে বিকৃত করে বিভিন্ন ভাবে তাঁর সম্মানহানি করার জন্য ফেসবুকে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার । বেশ কয়েকদিন তিনি কিছু বলেননি ৷ এরপর আজ তিনি ওই ছয়জনের বিরদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ৷

balurghat
বালুরঘাট

By

Published : May 16, 2020, 9:21 PM IST

বালুরঘাট , 16 মে : সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করার অভিযোগে গতকালই গ্রেপ্তার হয় BJP-র IT সেলের চার কর্মী । ধৃতদের শনিবার বালুরঘাট জেলা আদালতে তোলা হলে তিনজনের 14 দিনের জেল হেপাজত হয় ৷ অপর জন সৌরভ রায়ের তিন দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । এদিকে সোশাল মিডিয়ায় পোস্টের ঘটনায় আরও ছয়জনের নামে অভিযোগ দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । অন্যদিকে , অন্যায়ভাবে দলীয় কর্মীদের গ্রেপ্তারের ঘটনায় রবিবার দুপুরে পুলিশ সুপার অফিসের সামনে অবস্থানে বসতে চলেছে BJP । পাশাপাশি , সোশাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করায় ছয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যের নামে অভিযোগ দায়ের করলেন বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার ।

প্রসঙ্গত, তিনদিন আগে খিদিরপুর শ্মশানে মৃতদেহ সৎকার করাতে তপনের এক আত্মঘাতী মহিলার দেহ নিয়ে আসা হয় । বিষয়টি জানতে পেরেই বাধা দেয় স্থানীয়রা । এদিকে এই ঘটনায় BJP-র IT সেলের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় আপত্তিকর ও ভুয়ো পোস্ট করা হয় । বিষয়টি নজরে আসে জেলা পুলিশ প্রশাসনের । এদিকে বিষয়টি নজরে আসতেই গতকাল বিকেলে বালুরঘাট ও হিলি থানার পুলিশ BJP-র IT সেলের চারজনকে গ্রেপ্তার করে । গতকালই তাদের বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে । ধৃত চারজনের নাম সৌরভ রায় , প্রতাপ সরকার , কুন্তল সরকার ও বিপ্লব দেবনাথ । সৌরভের বাড়ি বালুরঘাট শহরের বিশ্বাসপাড়ায় । সে BJP-র জেলা IT সেলের ডিস্ট্রিক কো-কনভেনর। অন্যদিকে , প্রতাপের বাড়ি শহরের নামাবঙ্গীর সূর্য শক্তিপাড়া এলাকায় । সে বালুরঘাট বিধানসভার IT সেলের কনেভনর ছিলেন । বিপ্লবের বাড়ি বালুরঘাটের ভাটপাড়ায় ও কুন্তল সরকারের বাড়ি হিলিতে । ধৃতদের আজ বালুরঘাট আদালতে তোলা হয় ।

এবিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান, বেশ কিছুদিন ধরেই তৃণমূলের ছাত্র পরিষদের কিছু কর্মী সমর্থক তাঁর ছবিকে বিকৃত করে বিভিন্ন ভাবে তাঁর সম্মানহানি করার জন্য ফেসবুকে চেষ্টা চালিয়ে যাচ্ছে । যা দলীয় কার্যকর্তাদের মাধ্যমে তাঁর নজরে আসে । তাঁর দাবি, তিনি বহুদিন অপেক্ষা করেছিলেন । ভেবেছিলেন, ছোটো ছেলে, হয়তো থেমে যাবে । কিন্তু পরে বুঝতে পারেন তৃণমূল কংগ্রেসের বড় বড় মাথা যারা এই জেলা সামলায়, তাঁদের অঙ্গুলিহেলনে এসব হচ্ছে । সেজন্য বাধ্য হয়েই আজ তিনি বালুরঘাট সাইবার ক্রাইম থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।

এবিষয়ে তৃণমূলের বালুরঘাট শহর কমিটির সভাপতি ও বালুরঘাট শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাধিপতি অমরনাথ ঘোষ জানান, BJP একটি অসত্য দল । সোশাল মিডিয়ায় মিথ্যে বিষয়গুলি রটানোর চেষ্টা করে । সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা সত্য ঘটনা প্রকাশ্যে আনেন । আর সুকান্তবাবুকে এই মহামারীর সময়ে সাধারণ মানুষের পাশে তাঁরা দেখেননি । তিনি বুঝতে পারছেন যে ইতিমধ্যেই তিনি মানুষের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছেন, তাই নিজেকে প্রচারের আলোতে রাখার জন্য ছাত্রদের মিথ্যেভাবে ফাঁসানোর চেষ্টা করছেন ।

অন্যদিকে , এবিষয়ে হেডকোয়ার্টার ধীমান মিত্র জানান , খিদিরপুর শ্মশানে তপনের এক মহিলার মৃতদেহ সৎকার করা নিয়ে ভুয়ো পোস্ট ফেসবুকে করা হয় । কোরোনা সংক্রমিতের দেহ লুকিয়ে পোড়ানো হচ্ছে । যদিও এখনও জেলায় কোনও কোরোনা সংক্রান্তের খবর নেই ৷এনিয়ে তাঁরা একটি অভিযোগ পান । আর সেই অভিযোগের তদন্তে নেমে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে । ভুয়ো খবর ছড়ানোর ঘটনায় মোট ১০ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে । গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details