পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাট - হিলি রেলপথ সম্প্রসারণে উদ্যোগ - Balurghat - Hili

প্রায় এক দশক ধরে জমি জটের কারণে থমকে রয়েছে বালুরঘাট - হিলি রেলপথ সম্প্রসারণের কাজ ৷ দ্রুত এই রেলপথ চালু হলে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসার ক্ষেত্রেও লাভ হবে বলে মত স্থানীয় বাসিন্দাদের ৷

বালুরঘাট
বালুরঘাট

By

Published : Jan 19, 2021, 10:06 PM IST

বালুরঘাট, 19 জানুয়ারি : জমি জটের ফলে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে বালুরঘাট- হিলি রেলপথ সম্প্রসারণের কাজ ৷ তবে, এবারে বাজেট অধিবেশনের আগে আশার আলো দেখছে বালুরঘাটবাসী ৷ বন্ধ থাকা রেলপথ সম্প্রসারণের কাজ শুরু করার চেষ্টা করছেন বলে জানান বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ৷

উল্লেখ্য, জমি জটের কারণে দীর্ঘ প্রায় একদশক ধরে থমকে রয়েছে বালুরঘাট - হিলি রেলপথ সম্প্রসারণের কাজ ৷ স্বাধীনতার 74 বছর পরেও হিলি ভারতীয় রেলের মানচিত্রে স্থান পেল না । প্রসঙ্গত, 2010 সালে রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাট - হিলি পর্যন্ত 26 কিমি রেলপথ সম্প্রসারণের প্রকল্প রূপায়নের কথা ঘোষণা করেন । বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেলপথের জন্য 410 একর জমি চিহ্নিত করে জেলা প্রশাসন । সেই জমির ম্যাপ অনুযায়ী রেলপথ সম্প্রসারণের দিকে লক্ষ্য রেখে বালুরঘাটের আত্রেয়ী নদী ও হিলির যমুনা নদীর উপর সেতু নির্মানের জন্য সেতুর পিলার পর্যন্ত রেলের তরফে টেন্ডার মারফৎ তৈরি শুরু করে দেয় । কিন্তু তা আজও অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে । এরপর তিন দফার বাজেটে প্রায় 2000 কোটি টাকা বরাদ্দ করা হয় ৷ কিন্তু 2011 সালে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর জমি জটে জেলা প্রশাসনের তরফে রেলকে জমি হস্তারন্তরিত না করায় সেই প্রকল্প দীর্ঘ একদশক ধরে থমকে রয়েছে । পাশাপাশি জেলা থেকে ফেরত চলে যায় 2000 কোটি টাকা কেন্দ্রীয় বরাদ্দ ।

আরও পড়ুন : বালুরঘাট কলেজে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

তবে, দীর্ঘ টানপোড়নের পর সম্প্রতি জমিজট সমস্যার সমাধান হওয়ায় ফের রেলপথ সম্প্রসারণ নিয়ে আশায় বুক বাধছেন হিলির বাসিন্দারা ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, রেলপথ নির্মাণ হলে যেমন একদিকে হিলিবাসির যাতায়াতের সুবিধে হবে তেমনি হিলি দিয়ে বৈদেশিক ব্যানিজ্যের ক্ষেত্রেও রেল লাভবান হতে পারবে । এ-বিষয়ে বালুরঘাটের আর এস পি দলের প্রাক্তন সাংসদ রনেন বর্মন বলেন, "আমার সময়ে অনেক আন্দোলনের মাধ্যমে জেলায় রেল চলাচল শুরু হলেও আমাদের দাবি ছিল মালদার একলক্ষী থেকে বালুরঘাট হয়ে হিলি পর্যন্ত রেলপথ নির্মাণের । শেষে বালুরঘাট পর্যন্ত রেল চলাচল করলেও নানা কারণে ওই রেলপথ হিলি পর্যন্ত সম্প্রসারণ হয়নি । তাই আমাদের দাবি এই আর্থিক বাজেটে এই প্রকল্প রূপায়নে বরাদ্দ করে বালুরঘাট থেকে হিলি রেল পথের কাজ সুগম হোক ।"

ভিডিয়োতে শুনুন বালুরঘাট সাংসদের বক্তব্য

অপরদিকে বালুরঘাটের বর্তমান সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "কেন্দ্রের বরাদ্দ একবার ফিরে গেলে সেই টাকা ফেরানো খুব অসুবিধে । তবে এবার কেন্দ্রের তরফে বাংলার সাংসদদের সাথে বৈঠকে সব সাংসদরাই চেয়েছেন বালুরঘাট- হিলি রেলপথ সম্প্রসারণের । এ-ব্যাপারে দিল্লিতে দরবার করা হবে । যাতে এই রেলপথ সম্প্রসারণ নির্মাণের কাজ দ্রুততার সঙ্গে শেষ করার চেষ্টা করা হবে ৷"

ABOUT THE AUTHOR

...view details