বালুরঘাট, 14 সেপ্টেম্বর: দক্ষিণ দিনাজপুরে পালিত হল বালুরঘাট দিবস(Balurghat Diwas Celebration in South Dinajpur)। 1942 সালের 14 সেপ্টেম্বর বালুরঘাটের ট্রেজারি বিল্ডিং থেকে ব্রিটিশ পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন স্বাধীনতা সংগ্রামীরা । তিনদিনের জন্য স্বাধীনতার স্বাদ পান বালুরঘাটবাসী । সেই দিনটি স্মরণ করে রাখতেই প্রতি বছরের মতো 14 সেপ্টেম্বর বালুরঘাট দিবস পালন করল বালুরঘাট দিবস উদযাপন কমিটি(Balurghat News)।
ইতিহাস বলছে, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল বালুরঘাটেও । বালুরঘাটের বাসিন্দা স্বাধীনতা সংগ্রামী সরোজ রঞ্জন চট্টোপাধ্যায়-সহ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের নেতৃত্বে 13 সেপ্টেম্বর বালুরঘাট শহরের উপকণ্ঠে অবস্থিত ডাঙ্গী গ্রামে হাজার হাজার মানুষ জমায়েত হন ৷ 14 সেপ্টেম্বর তাঁরা বালুরঘাটে এসে শহর অবরুদ্ধ করে দেন । আগুন ধরিয়ে দেওয়া হয় আদালত, পোস্ট অফিস ও প্রশাসনিক ভবনে । তৎকালীন প্রশাসনিক ভবন যা বর্তমানে ট্রেজারি বিল্ডিং, সেখান থেকে ব্রিটিশ পতাকা নামিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় । তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যান ব্রিটিশ কর্তারা । তবে তিনদিন পর ফের ব্রিটিশ সেনা ফিরে এসে দখল নেয় বালুরঘাটের ৷ চলে ধরপাকড় ও অত্যাচার ৷ তবে ওই যে 14 সেপ্টেম্বর তিনদিনের জন্য তেরঙা পতাকা উড়েছিল বালুরঘাটে, সেই দিনটিকে স্মরণ করে রাখতেই প্রতিবছর 14 সেপ্টেম্বর বালুরঘাট দিবস উদযাপিত হয় ৷