বালুরঘাট, 28 নভেম্বর : অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়মিত খাবার দেওয়া হয় না শিশুদের । পরিমাণ মত খিচুড়ি, ডিম, কলা দেওয়া হয় না । এমনটাই অভিযোগ মায়েদের । এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতের ডাকরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা । ঘেরাও করা হয় অঙ্গনওয়াড়ির কর্মীদের ।
বালুরঘাটের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় 20 জন শিশু ও কয়েকজন গর্ভবতী মহিলাকে খাবার দেওয়া হয় । প্রত্যেকদিন সকালে শিশুদের খিচুড়ির পাশাপাশি ডিম ও কলা দেওয়ার নিয়ম । অভিযোগ, কয়েক মাস ধরে এই কেন্দ্রে শিশুদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে । তাদের ঠিক মতো পড়াশুনাও করানো হয় না । আজ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসী । সরকারি নির্ধারিত খাবার দেওয়ার পাশাপাশি নিয়মিত পড়াশোনা যাতে হয় তার দাবি তোলে তারা ।