দক্ষিণ দিনাজপুর, 11 মার্চ: বুনিয়াদপুর থেকে কুশমন্ডি যাওয়ার পথে যাত্রী বোঝাই অটো নিয়ন্ত্রণ হারিয়ে উলটে খাওয়ায় আহত ছয় কলেজ ছাত্রী-সহ জেলা সিপিআইএম নেতা গৌতম গোস্বামী । এলাকাবাসীর অভিযোগ অটোচালক মদ্যপ অবস্থায় থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে । গুরুতর আহত সিপিএম নেতা গৌতম গোস্বামি-সহ 5 জন কলেজ পড়ুয়াকে প্রথমে নিয়ে যাওয়া হয় রশিদপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। পরে উন্নত চিকিৎসার জন্য সিপিআইএম নেতা ও 2 জন কলেজ পড়ুয়াকে পাঠানো হয়েছে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে (Student Injured Seriously)।
Student Injured Seriously: অটো উলটে আহত ছয় কলেজ ছাত্রী - auto lost control and overturned a student injured
নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল অটো । গুরুতর আহত হন ছয় কলেজ ছাত্রী-সহ জেলা সিপিআইএমের নেতা গৌতম গোস্বামী (Student Injured Seriously)।
অটো উলটে আহত ছয় কলেজ ছাত্রী
আরও পড়ুন:Murshidabad Road Accident: মুর্শিদাবাদে পথ দুর্ঘটনা, মৃত 3, আহত 9
বুনিয়াদপুর কলেজ পরীক্ষা দিয়ে বাড়ি যাবার জন্য অটো ধরেছিলেন বুনিয়াদপুর কলেজের ছাত্রীরা । বুনিয়াদপুর পৌরসভার নারায়ণপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খুঁটিতে ধাক্কা মারে । এর ফলে রাস্তার মধ্যে অটোটি উলটে যায়৷ এই ঘটনায় কলেজ ছাত্রীরা গুরুতর আহত হন ।