পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অটো চালককে খুনের প্রতিবাদে তীর ধনুক নিয়ে থানা ঘেরাও আদিবাসীদের - Balurghat police station agitation

বালুরঘাট থানার ঢিলছোড়া দূরত্বে এমন ঘটনা ঘটলেও পুলিশের কোনও ভূমিকা ছিল না বলে অভিযোগ ওঠে । 24 ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত অটোচালক মিলন বর্মনকে গ্রেপ্তার করেনি পুলিশ ।

Balurghat
Balurghat

By

Published : Oct 2, 2020, 6:23 PM IST

বালুরঘাট, 2 অক্টোবর: অটোতে যাত্রী তোলাকে কেন্দ্র দুই চালকের বচসার জেরে মৃত্যু হল এক জনের । বালুরঘাটের বোল্লা গ্রামের ঘটনা । অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে শুক্রবার দুপুরে বালুরঘাট থানা তীর-ধনুক নিয়ে ঘেরাও করল শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ । বেশ কিছুক্ষণের জন্য বালুরঘাট থানা চত্ত্বর অবরুদ্ধ করে রাখে বিক্ষোভকারীরা । এমনকি পুলিশকে ঘেরাও করেও বিক্ষোভ দেখায় আদিবাসীরা । পরে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি ।

প্রসঙ্গত, গতকাল সকালে অটোতে যাত্রী তোলাকে কেন্দ্র করে বচসা বাঁধে বোল্লা গ্রামে । কালীচরণ কাছুয়া ও মিলন বর্মনের মধ্যে বচসা শুরু হয় । বদ্যিপুরে বচসা শুরু হলেও তা গড়ায় বালুরঘাট থানা মোড় পর্যন্ত । গতকাল সকালে বালুরঘাট থানা মোড়ে নতুন করে ফের দুই অটো চালকের মধ্যে বচসা শুরু হয় । এরপরেই শুরু হয় মারধর ।সেই সময় গুরুতর জখম হয় কালীচরণ । বিষয়টি অন্য অটোচালকদের নজরে আসতেই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

বালুরঘাট থানার ঢিলছোড়া দূরত্বে এমন ঘটনা ঘটলেও পুলিশের কোনও ভূমিকা ছিল না বলে অভিযোগ ওঠে । 24 ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত অটোচালক মিলন বর্মনকে গ্রেপ্তার করেনি পুলিশ । এরই প্রতিবাদে শুক্রবার তীর-ধনু, হাসুয়া, রামদা নিয়ে বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় আদিবাসী সমন্বয় কমিটির শতাধিক সদস্য । এদিকে বিক্ষোভ চলাকালীন ওই এলাকায় নিত্যযাত্রীদের যাতায়াত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল । যদিও পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি । পরে DSP হেডকোয়ার্টার ধীমান মিত্র ও বালুরঘাট থানার IC গৌতম রায়কে পুরো বিষয়টি জানান আন্দোলনকারীরা । এমনকি ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছেন বিক্ষোভকারীরা ।

এবিষয়ে আদিবাসী সমন্বয় কমিটির পক্ষ থেকে সুনিল বাঘোয়ার বলেন, "গতকাল থানামোড়ে আদিবাসী এক অটোচালককে মারধর করা হয় এবং সেখানেই মারা যান । বচসার কারণ অটোতে যাত্রী তোলাকে কেন্দ্র করে দুই অটোচালকের মধ্যে বচসা হয় এবং পরে তা মারামারি পর্যন্ত গড়ায় । গলাটিপে ধরে মারধর করা হয় । এর ফলে ঘটনাস্থলে মারা যায় কালীচরণ কাছুয়া । থানার সামনে ঘটনা ঘটলো পুলিশ কোনরকম পদক্ষেপ নেয়নি। এমনকি ঘটনার 24 ঘন্টার পরও অভিযুক্ত অধরা । তাই অভিযুক্তের প্রতিবাদে আজ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছি ।" অন্যদিকে এ বিষয়ে DSP হেডকোয়ার্টার ধীমান মিত্র বলেন, "গতকাল অটোতে যাত্রী তোলাকে কেন্দ্র করে দু'জনের মধ্যে বচসা হয় । আর বচসা হাতাহাতিতে গড়ালে একজনের মৃত্যু হয় । ঘটনায় কিছু আদিবাসী অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য আজ সঙ্গে দেখা করেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । "

ABOUT THE AUTHOR

...view details