বালুরঘাট, 9 জুন: রাজ্যের নির্দেশের পরই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরে বাড়ল কর্মীদের হাজিরার হার । বালুরঘাটের সরকারি দপ্তরে প্রথম দিনেই 50 শতাংশ থেকে কর্মী উপস্থিতির হার বাড়ল 75-90 শতাংশ পর্যন্ত । সোমবার বালুরঘাট পৌরসভায় কর্মীদের থেকে সাধারণ মানুষের ভিড় ছিল বেশি । আগামী কয়েক দিনে সরকারি কর্মীদের উপস্থিতি আরও বাড়বে বলে দাবি প্রশাসনিক আধিকারিকদের ।
এই দিন বালুরঘাট পৌরসভার আসা সকল ব্যক্তি ও অফিসের কর্মীদের ঢোকার আগে থার্মাল স্ক্রিনিং ও হ্যান্ড স্যানিটাইজা়র ব্যবহার করেই ভেতরে প্রবেশ করছেন । পাশাপাশি বিভিন্ন কাজের জন্য আসা মানুষের পরিষেবা দিতে জোরকদমে কাজ করতে দেখা যায় কর্মীদের । অন্যদিকে বালুরঘাটের জেলা প্রশাসনিক দপ্তরেও গতকাল ভিড় ছিল অন্যদিনের থেকেও অনেক বেশি । লকডাউনের মধ্যে যখন অফিসে মাত্র 50 শতাংশ কর্মীদের উপস্থিতি ছিল তখন সোমবার বেশিরভাগ কর্মী হাজির ছিলেন । 75% শতাংশ উপস্থিতির হার জেলাশাসকের দপ্তরে কর্মীদের ।