গঙ্গারামপুর, 19 নভেম্বর : এক যুবককে গুলি করে খুনের চেষ্টা কয়েকজন দুষ্কৃতীর । গতকাল সন্ধ্যায় গঙ্গারামপুর থানার প্রাণসাগরের বানিহারি আশ্রমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে । আক্রান্ত যুবকের নাম মতিউর রহমান । ঘটনাস্থানে আসে পুলিশ ও কমব্যাট ফোর্স।
বছর 32-এর মতিউর গঙ্গারামপুর থানার নয়াবাজার এলাকার বাসিন্দা । আশ্রমপাড়ায় তাঁর একটি কাপড়ের দোকান রয়েছে । দীর্ঘদিন ধরে তিনি কাপড়ের দোকান চালান । অভিযোগ, গতকাল দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় মুখ ঢাকা দেওয়া তিনজন দুষ্কৃতী এসে মতিউরের পথ আটকায় । পয়েন্ট রেঞ্জ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । যুবকের কাঁধে গুলি লাগে । ঘটনাস্থানেই জ্ঞান হারান তিনি । এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয় । পুলিশ স্থানীয়দের সহযোগিতায় যুবককে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় । প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।