পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

26 দিন বন্ধ আদালত, ক্ষতির সম্মুখীন বালুরঘাট আদালত চত্বরের ব্যবসায়ীরা - howrah

আইনজীবীদের কর্মবিরতির জেরে ব্যবসা প্রায় বন্ধ স্থানীয় খাবার দোকানের । দ্রুত খুলুক আদালত চত্বর, এমনই আবেদন দোকানদারদের ।

স্থানীয় খাবার দোকানের মালিক

By

Published : May 20, 2019, 9:26 PM IST

বালুরঘাট, 20 মে : আইনজীবীদের কর্মবিরতির জেরে ক্ষতির মুখে বালুরঘাট আদালত চত্বরের ব্যবসায়ীরা । আদালত চত্বর ও আশপাশে বেশ কিছু ছোটো-বড় খাবারের দোকান রয়েছে। আইনজীবীদের কর্মবিরতির জেরে দোকানদারদের রুজি-রুটি টান পড়েছে ।

24 এপ্রিল গাড়ি পার্কিংকে কেন্দ্র করে হাওড়ায় পৌরকর্মী ও আইনজীবীদের মধ্যে বচসা বাধে । পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে । কাঁদানে গ্যাসের শেল ফাটায় । ঘটনায় আহত হন বেশ কয়েকজন আইনজীবী । এই ঘটনার পর আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে 25 এপ্রিল থেকে ব্যাঙ্কশাল কোর্ট সহ রাজ্যের একাধিক বার অ্যাসোসিয়েশনের তরফে অনির্দিষ্ট কালের জন্য আদালতে কর্মবিরতির ডাক দেওয়া হয়।

এদিকে দীর্ঘ 26 দিন ধরে আদালত বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন এলাকার বিভিন্ন খাবার বিক্রেতারা । তাঁদের বক্তব্য, আদালত বন্ধ থাকায় ব্যবসায় ব্যাপক ক্ষতি হচ্ছে । স্থানীয় এক হোটেল মালিক অমর দত্ত বলেন, "কোনওদিন দেখিনি যে কোর্ট এতদিন ধরে বন্ধ থাকে । এতে আমাদের ব্যবসার খুব খারাপ অবস্থা ।" তাঁদের আবেদন, দ্রুত শুরু হোক আদালতের কাজকর্ম ।

ABOUT THE AUTHOR

...view details