পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP-তে গেছেন বিপ্লব, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান হলেন অর্পিতা - bjp

2018 সালের প্রথমদিকে বিপ্লব মিত্রকে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য করা হয় । পরে তাঁকে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান করা হয় । বর্তমানে তিনি BJP-তে যোগ দিয়েছেন । সেই পদে এলেন অর্পিতা ঘোষ ।

ফাইল ফোটো

By

Published : Jun 29, 2019, 10:25 PM IST

বালুরঘাট, 29 জুন : বাড়তি দায়িত্ব পেলেন অর্পিতা ঘোষ । জেলা সভানেত্রীর পাশাপাশি এবার তাঁকে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদে বসানো হল । এই পদে আগে ছিলেন বিপ্লব মিত্র । বিপ্লববাবু BJP-তে যোগ দেওয়ায় এই পদ ফাঁকা ছিল । শুক্রবার সন্ধ্যায় দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ নিজে ফোন করে অর্পিতা ঘোষকে বিষয়টি জানান ।

2011 সাল অর্থাৎ প্রথমাবস্থায় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের কমিটিতে দক্ষিণ দিনাজপুর থেকে সদস্য করা হয়েছিল বিপ্লব মিত্র এবং তৃণমূল নেতা বিপ্লব খাঁকে । গোষ্ঠীদ্বন্দ্ব ও নানা কারণে পরবর্তীতে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বিপ্লব মিত্রকে । 2016-তে দ্বিতীয়বার তৃণমূল সরকার গঠনের পর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী হন বাচ্চু হাঁসদা । পদাধিকার বলে তিনি ওই কমিটির সদস্য হন । এদিকে 2018 সালের প্রথমদিকে বিপ্লব মিত্রকেও উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য করা হয় । পরে তাঁকে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান করা হয় ।

এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর গত ২৫ মে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি পদ থেকে বিপ্লব মিত্রকে সরিয়ে অর্পিতা ঘোষকে আনা হয় । চলতি মাসেই তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন বিপ্লব মিত্র । এরপর আজ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে অর্পিতার নাম ঘোষণা করা হয় ।

এই বিষয়ে, তৃণমূল জেলা সভানেত্রী অর্পিতা ঘোষ জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তাঁকে ফোন করে এই খবর দেন । এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে মানুষের প্রতি কাজের দায়িত্ব আরও বাড়ল । দপ্তরের পক্ষ থেকে সেই চিঠি কয়েক দিনের মধ্যে জেলাশাসকের কাছে আসবে বলে তিনি জানিয়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details